আগরতলা, ৯ মার্চ (হি.স.) : দিল্লির হিংসায় ক্ষতিগ্রস্তদের সাহাযার্থে ত্রাণ সংগ্রহ করছে সিপিএম। সারা দেশের সাথে ত্রিপুরায়ও ত্রাণ সংগ্রহের কর্মসূচি ঘোষণা করেছে সিপিএম, জানালেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার।
সোমবার আগরতলায় ত্রাণ সংগ্রহ কর্মসূচিতে যোগ দিয়ে মানিকবাবু বলেন, দিল্লিতে হিংসায় প্রায় ৫০ জন নিহত হয়েছেন। শত শত মানুষ আহত হয়েছেন। শতাধিক বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, দোকানপাট লুণ্ঠন করা হয়েছে। তাঁর দাবি, ক্ষতিগ্রস্তদের সাহায্যের ঘোষণা হয়েছে। কিন্তু, কোনও ভূমিকা দেখা যাচ্ছে না। তাই, আমরা সারা দেশের মানুষের কাছে সাহায্যের আর্জি জানিয়েছি, বলেন তিনি।
তাঁর দাবি, দিল্লি হিংসায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে সব অংশের মানুষ এগিয়ে আসছে। এতে ত্রিপুরা থেকে যথেষ্ট ত্রাণ সংগ্রহ করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।