BRAKING NEWS

২-৫ মার্চ লোকসভায় হাঙ্গামা নিয়ে কমিটি গঠন, শীর্ষে স্পিকার

নয়াদিল্লি, ৬ মার্চ (হি.স.): গত সোমবার থেকে শুরু হয়েছে বাজেট অধিবেশনের দ্বিতীয় ভাগ, অধিবেশন শুরু হওয়ার প্রথম দিন থেকেই দিল্লি-হিংসা নিয়ে উত্তাল হয়েছে সংসদ| নিম্নকক্ষ লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে সরব হয়েছে কংগ্রেস| তুমুল হাঙ্গামার কারণে প্রতিদিনই সংসদের স্বাভাবিক কাজ বিঘ্নিত হয়েছে| ফলে হতাশ ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা| কড়া পদক্ষেপ নিয়ে বৃহস্পতিবার ৭ জন কংগ্রেস সাংসদকে লোকসভা থেকে সাসপেন্ড করেছিলেন স্পিকার| গত ২-৫ মার্চ পর্যন্ত লোকসভায় যে সমস্ত ঘটনা ঘটেছিল, সেই সমস্ত ঘটনার তদন্তের জন্য বিশেষ কমিটি গঠন করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা| ওই কমিটি তদন্ত শেষে সংসদে রিপোর্ট জমা দেবে, স্পিকার নিজেই ওই কমিটির শীর্ষে|

গত কয়েকদিনের মতো শুক্রবারও দিল্লি-হিংসা নিয়ে উত্তাল হয়েছে সংসদের উভয় কক্ষ| তুমুল হাঙ্গামার কারণে লোকসভা এবং রাজ্যসভা, উভয় কক্ষের অধিবেশন আগামী ১১ মার্চ, বেলা এগারোটা পর্যন্ত মুলতুবি করা হয়েছে| রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু এদিন জানিয়েছেন, সরকার এবং বিরোধী, উভয় পক্ষের কাছে আমার অনুরোধ অর্থবহ সমাধানে আসুন আপনারা, যাতে সদনের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *