নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১ মার্চ৷৷ আগরতলার পর গোমতী জেলার সদর মহকুমা উদয়পুর বিভিন্ন খাবারের ও হোটেল দোকানে হানা দিয়ে অস্বাস্থ্যকর খাবার পেয়ে মহকুমা শাসকের নেতৃত্বে গত কয়েকদিন হোটেল এবং মিষ্টির দোকান সিল করে দেওয়া হয়৷
গত কয়েকদিনের মতো শনিবার রাত্রিতেও মহকুমা শাসক অনিরুদ্ধ রায়ের নেতৃত্বে এই অভিযান চলে৷ অন্যরা হলেন ডিসিএম কিরীট মোহন সরকার, খাদ্য বিশ্লেষক শান্তনু বিশ্বাস, গোমতী জেলার ফুড সেফটি অফিসার দয়াল রাম দাশ, এই প্রতিনিধি দলটি মাতাবাড়ি, বাগমা, উদয়পুর, রাজারবাগ মোটরস্ট্যান্ড এলাকায় এই অভিযান শুরু হয়৷ অভিযান চলে রাত্রি পর্যন্ত৷ মাতাবাড়ি জনতা হোটেলে গিয়ে প্রচুর পরিমাণ মদের বোতল পাওয়া যায় বলে মহকুমা শাসক জানান৷
তিনি আরো বলেন, এই হোটেলে অসামাজিক কাজ হয় বলে তিনি জানতে পেরেছেন৷ অনুরূপ রাজারবাগ একটি হোটেলে এবং নিরামিষ শক্তি হোটেলে ডোমেস্টিক রান্নার গ্যাস সিলিন্ডার পাওয়া গেছে৷ তেমনি গত কয়েকবছর ধরে পুর পরিষদের ট্রেড লাইসেন্স রেনিউ করেনি৷ ফলে এক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সাংবাদিকদের জানান৷ আগামীদিনেও এই অভিযান চলবে বলে জানান৷