BRAKING NEWS

চিত্তরঞ্জন ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১লা মার্চ ঃ দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের উদ্যোগে রবিবার মহতী রক্তদান শিবির ও চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়৷ শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের চেয়ারম্যান ডঃ প্রফুল্লজিৎ সিনহা ও বিশিষ্ট চিকিৎসক শ্যামাপদ ভট্টাচার্য৷

রক্তদান শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের রাজ্যে রক্তদান উৎসবে পরিণত হয়েছে৷ রক্তদান মানুষের হৃদয়ের সঙ্গে মিলে গেছে৷ বিশেষ করে মা-বোনরা যখন রক্তদানের মতো মহতী কাজে এগিয়ে আসেন তখন বিষয়টির গুরুত্ব আরও বেড়ে যায়, পরিপূর্ণতা লাভ করে৷ প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত রক্তদান বিষয়ে মানুষ সচেতন হয়ে উঠেছেন৷ ব্যাপক সংখ্যক জনগন রক্তদানের মতো মহতী কাজে এগিয়ে আসছেন৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, আগামী ১৫ আগস্টের মধ্যে রাজ্যকে ক্যাটারেক মুক্ত করা হবে৷ মার্চ মাসের মধ্যে দক্ষিণ জেলা ক্যাটারেক মুক্ত হবে৷

গোমতী জেলাতেও কাজ চলেছে জোর কদমে৷ মুখ্যমন্ত্রী ক্লাবগুলিকে লক্ষমাত্রা নির্ধারণ করে রক্তদান সহ অন্যান্য সামাজিক ও পরিষেবামূলক কাজ করার জন্য আহ্বান জানান৷ মানুষ মনে রাখে এ ধরনের কাজ করতে পরামর্শ দেন মুখ্যমন্ত্রী৷ রক্তদান শিবিরকে কেন্দ্র করে ক্লাবের সদস্য সদস্যাসহ এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *