BRAKING NEWS

দূর্ঘটনার ঝুকি, ব্যারিকেড স্থাপনের দাবীতে সড়ক অবরোধ সুকল পড়ুয়াদের

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২৯ ফেব্রুয়ারি৷৷ সুকলের সামনে প্রধান সড়কের উপর বাইকের ধাক্কায় সুকলছাত্র গুরুতর ভাবে আহত হওয়াতে সড়কের উপর ব্যারিকেড স্থাপনের দাবিতে কদমতলা ধর্মনগর প্রধান সড়ক অবরোধ করে বসলো কচিকাঁচা সুকল ছাত্র ছাত্রী ও অভিভাবক৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত কদমতলা থানার পুলিশ৷ দীর্ঘ ৩ ঘন্টা বন্ধ থাকার পর ওসি আশ্বস্ত করেন ১৫ দিনের ভেতর সুকলের সামনের প্রধান সড়কে ব্যারিকেড বসানো হবে৷ওসির আশ্বাসে অবরোধমুক্ত হয় ব্যস্ততম ধর্মনগর কদমতলা প্রধান সড়কটি৷ অবরোধের দুপাশে গাড়ির দীর্ঘ লাইন৷ যাত্রী দুভর্োগ চরমে৷
ঘটনার বিবরণে প্রকাশ, উত্তর জেলার কদমতলা থানাধীন ইছায়ী বড়ুয়াকান্দি জেবি সুকলে গতকাল চতুর্থ শ্রেণীর পরীক্ষা ছিল৷পরীক্ষা শেষে চতুর্থ শ্রেণীর ছিন্তাজ আলী পিতা মনির আলী সুকল থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার পথে সুকলের সামনে কদমতলা ধর্মনগর প্রধান সড়কের উপর উঠা মাত্র একটি তীব্র বেগী বাইক এসে ছিন্তাজ আলিকে সজোরে ধাক্কা মারে৷ তীব্র বেগী বাইকের ধাক্কায় সে সড়কের উপর ছিটকে পড়ে৷


সেই সুযোগে বাইক চালক বাইক নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয়৷ তখন পথচারী স্থানীয় জনগণ সুকলছাত্র ছিন্তাজ আলিকে রাস্তাতে পড়ে থাকা অজ্ঞান অবস্থা থেকে উদ্ধার করে তার প্রত্যেক রায় গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের ইছাই জয়পুর গ্রামের নিজ বাড়িতে নিয়ে যান৷ তারপর তার পরিবারের সদস্যরা ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসার পর বাড়িতে নিয়ে আসেন৷ আহত সুকলছাত্রের পরিবারের তরফ থেকে জানা গেছে তার পা বুক হাত ও মাথায় গুরুতর আঘাত লেগেছে৷


এদিকে আজ সকালবেলা ইছাই বড়ুয়া কান্দি জেবি সুকলের সকল ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ একত্রিত হয়ে কদমতলা সুকলের সামনে অর্থাৎ কদমতলা ধর্মনগর প্রধান সড়কে ব্যারিকেড স্থাপনের দাবিতে পথ অবরোধ করে বসেন৷সকাল ৯ টা থেকে শুরু হয় পথ অবরোধ৷ ঘটনার খবর পেয়ে ছুটে আসেন কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার সহ থানার বিশাল পুলিশবাহিনী৷টানা ৩ ঘণ্টা পথ অবরোধের ফলে অবরোধ সলের দুপাশে পণ্যবাহী ও যাত্রীবাহী লরীর দীর্ঘ লাইন পরিলক্ষিত হয়৷পথ অবরোধকারী ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের একটাই দাবি যতক্ষণ পর্যন্ত সুকলের সামনে অর্থাৎ কদমতলা ধর্মনগর সড়কের উপর ব্যারিকেড বসানো না হবে ততক্ষণ পর্যন্ত উনাদের পথ অবরোধ অব্যাহত থাকবে৷
অপরদিকে ইছাই বড়ুয়া কান্দি জেবি সুকলের প্রধান শিক্ষক রামেন্দু পুরকায়স্থকে এ বিষয়ে জিজ্ঞেস করলে উনি জানান, সুকলের সামনে ব্যস্ততম কদমতলা ধর্মনগর সড়কটির উপড় ব্যারিকেড স্থাপনের জন্য ২০১৬ সালে এবং ২০১৮ সালে লিখিতভাবে উনার উর্দতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছিলেন৷ কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বলে প্রধান শিক্ষক জানান৷


অবশেষে টানা ৩ ঘণ্টা পথ অবরোধের পর কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার উনার উর্দতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পথ অবরোধকারী কচিকাঁচা সুকল ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের আশ্বস্ত করেন যে, ১৫ দিনের ভেতর সুকলের সামনে অর্থাৎ কদমতলা ধর্মনগর সড়কের উপর ব্যারিকেড বসানো হবে৷ওসি মহোদয়ের আশ্বাসে আশ্বস্ত হয়ে সুকল ছাত্র ছাত্রী ও অভিবাবকরা পথ অবরোধ প্রত্যাহার করেন৷ আর দীর্ঘ পথ অবরোধের ফলে যাত্রীবাহী ও পণ্যবাহী লরি আটকা পড়াতে যানচালক থেকে শুরু করে যাত্রী দুভর্োগ দেখা দেয় চরমে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *