নিজস্ব প্রতিনিধি, কদমতলা, ২৯ ফেব্রুয়ারি ৷৷ সদর জেলা কংগ্রেসের উদ্যোগে শনিবার পোস্টফিস চৌমুহনীতে কংগ্রেস ভবনের সামনে ২ ঘণ্টার গণবস্থান সংগঠিত করা হয়৷ গণবস্থান থেকে দিল্লি দাঙ্গার অভিযুক্ত নেতাদের গ্রেপ্তার ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অপসারণের জোরালো দাবি জানানো হয়৷
গণ অবস্থানে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেতা সুবল ভৌমিক বলেন, দিল্লিতে ভয়াবহ দাঙ্গার পেছনে রাষ্ট্রীয় শক্তির সরাসরি মদত রয়েছে৷ দেশের ১৩০ কোটি মানুষ তা প্রত্যক্ষ করছেন বলেও তিনি অভিযোগ করেন৷ বিজেপি নেতাদের উস্কানীতেই দিল্লিতে দাঙ্গা হয়েছে এবং তাতে ৪৫ জন নিহত হয়েছেন৷ সারা দেশে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তিনি অভিযোগ করেন৷ সংবিধান বিরোধী, জনবিরোধী সরকার দেশ শাসন করছে বলেও তিনি উল্লেখ করেন৷ তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তিনি গত ১৪ তারিখ সংবাদ পত্রে পূর্ত দপ্তর মারফৎ টেন্ডার কল করেছেন মুখ্যমন্ত্রীর বাসভবনে মন্দির তৈরি করার জন্য৷
এর ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২১ লক্ষ ৭৪ হাজার টাকা৷ এ ধরনের ঘটনাকে ভয়ঙ্কর বলে আখ্যায়িত করেন কংগ্রেস নেতা সুবল ভৌমিক৷ সুবল বাবু আরও প্রশ্ণ তুলেন পরবর্তীকালে এই বাসভবনে যদি কোন মুসলীম কিংবা খ্রীস্টান সম্প্রদায়ের মন্ত্রী বসবাস করেন তাহলে সেখানে কি মসজিদ কিংবা চার্চ তৈরী করা হবে৷ মুখ্যমন্ত্রী সরকারী বাসভবনে সরকারী অর্থব্যায়ে মন্দির স্থাপনের প্রয়াসকে সাম্প্রদায়িকতা ও ধর্মের নামে বিভেদ সৃষ্টির প্রয়াস বলে তিনি উল্লেখ করেন৷