BRAKING NEWS

সমস্যায় এডিসির জনগণ সমাধান খুঁজতে আজ বৈঠকে বসবে বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারী৷৷ ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি) এলাকায় হাজারো সমস্যা রয়েছে৷ কিন্তু ত্রিপুরা সরকারকে জনগণের কাছে হেয় করার জন্য এডিসি প্রশাসন ইচ্ছে করে সমস্যাগুলির সমাধান করছে না৷ কারণ, এডিসি প্রশাসন এখনও বামেদের হাতেই রয়েছে৷ শুক্রবার সাংবাদিক সম্মেলনে এভাবেই বাম পরিচালিত এডিসি পরিচালিত সংশ্লিষ্ট প্রশাসনের ওপর হামলা করেন বিজেপি-র ত্রিপুরা প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য৷ তাঁর কথায়, উদ্ভূত সমস্যা মোকাবিলায় জনজাতি নেতা ও কর্মকর্তাদের নিয়ে বৈঠকের আয়োজন করা হয়েছে৷ আগামীকাল দিনভর আগরতলার নজরুল কলাক্ষেত্রে প্রস্তাবিত বৈঠক অনুষ্ঠিত হবে৷ এদিকে, বিজেপি-র ওই বৈঠক এডিসি নির্বাচনের প্রস্তুতি বলেও মনে করা হচ্ছে৷


নবেন্দু বলেন, এডিসি-তে জনকল্যাণমুখী কাজের লক্ষণ দেখা যাচ্ছে না৷ বিভিন্ন সমস্যার সমাধানে তাদের ইতিবাচক ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে না৷ স্বাভাবিকভাবে মানুষের ক্ষোভ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে৷ মানুষের মনে ধারণা জন্মাচ্ছে, ত্রিপুরা সরকার জনজাতিদের জন্য মোটেও চিন্তিত নয়৷ তাই, রাজনৈতিকভাবে ওই সমস্যার মোকাবিলা করার চিন্তাভাবনা হয়েছে৷ তাঁর দাবি, আগামীকালের বৈঠকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা-সহ জনজাতি বিধায়কগণ এবং জনজাতি এলাকায় বিজেপি-র সব মোর্চার নেতা ও কর্মকর্তারা উপস্থিত থাকবেন৷ ওই বৈঠকে এলাকাভিত্তিক সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হবে৷ এরই ভিত্তিতে পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হবে, বলেন ভট্টাচার্য৷


প্রসঙ্গত, আগামী মে মাসে ত্রিপুরায় অনুষ্ঠিত হবে এডিসি নির্বাচন৷ স্বাভাবিকভাবে বিজেপি-র ওই বৈঠক এডিসি নির্বাচনের প্রস্তুতি বলে মনে করা হচ্ছে৷ এ-বিষয়ে নবেন্দু বলেন, সাংগঠনিক কর্মকাণ্ড আগে থেকেই চলছে৷ সেক্ষেত্রে নির্বাচনে লড়াই করার জন্য নির্দিষ্ট কর্মকাণ্ড করি না৷ তাঁর বক্তব্য, বিজেপি দীর্ঘসময় বিরোধী দলের ভূমিকা পালন করেছে৷ ক্ষমতা দখল আমাদের লক্ষ্য নয়৷ বিজেপি-র লক্ষ্য সমাজের ইতিবাচক পরিবর্তন৷ তিনি দৃঢ়তার সাথে বলেন, মানুষের সামগ্রিক অবস্থার উন্নয়ন বিজেপি-র জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ৷ তবে, মতাদর্শগত বিরোধ থাকবেই৷ এর মধ্যেই লড়াই চলবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *