BRAKING NEWS

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মুহিউদ্দীন ইয়াসিন, রবিবার শপথ নেবেন

কুয়ালালামপুর, ২৯ ফেব্রুয়ারি (হি.স.): মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন  সেদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী মুহিউদ্দীন ইয়াসিন। মালয়েশিয়ার রাজপ্রাসাদ সূত্রে জানা গেছে রবিবার  স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন ক্ষমতাসীন পাকাতান হারাপান জোট থেকে বেরিয়ে যাওয়া মালয়েশিয়ান ইউনাইটেড ইন্ডিজেনাস পার্টির প্রধান এ মালয় নেতা।


শনিবার, মালয়েশিয়ার রাজ পরিবারের মুখপাত্র আহমদ ফাদিল শামসুদ্দীন বিবৃতিতে জানান, দেশটির রাজা সংসদের ২২১ সদস্যের সঙ্গে সাক্ষাতের পর জোহর রাজ্যের পাগোহ থেকে নির্বাচিত মুহিউদ্দীন ইয়াসিনের পক্ষে সংখ্যাগরিষ্ঠের মতামত পেয়েছেন। এ কারণে মালয়েশিয়ার সংবিধান অনুসারে রাজা তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন জানান রাজ পরিবারের মুখপাত্র |


উল্লেখ্য, এর আগে গত ২৪ ফেব্রুয়ারি  মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডা. মাহাথির মহম্মদ  পদত্যাগ করেন। পদত্যাগ করলেও মাহাথির মহম্মদকে অর্ন্তবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করে মালয়েশিয়ার রাজা আবদুল্লাহ রি’আয়াতুদ্দীন আল-মুস্তাফা বিল্লাহ শাহ সাংসদদের সুপারিশ মেনে সেদেশের  সদ্য  প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী মুহিউদ্দীন ইয়াসিনকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনিত করেন  ।  আগামীকাল শপথ নেবেনে ইয়াসিন |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *