নয়াদিল্লি, ২৯ ফেব্রুয়ারি (হি.স.) : হিংসাদীর্ণ উত্তরপূর্ব দিল্লি পরিদর্শন করলেন কংগ্রেসের প্রতিনিধি দল। দলের অভ্যন্তরীণ সভানেত্রী সোনিয়া গান্ধীর নির্দেশে শনিবার এই প্রতিনিধি দল পরিদর্শনে যায়।
শনিবার প্রতিনিধি দলে ছিলেন দলের সাধারণ সম্পাদক মুকুল ওয়াসনিক, দিল্লির দায়িত্বপ্রাপ্ত নেতা শক্তিসিং গোহিল, কুমারী শৈলজা, প্রাক্তন সাংসদ তারিক আনওয়ার, সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব।
এদিন মুকুল ওয়াসনিক জানিয়েছেন, শান্তি এবং সম্প্রীতি বজায় রাখার জন্য কাজ করে যাবে কংগ্রেস। ভালবাসা এবং শান্তি দিল্লিতে পুনরায় প্রতিষ্ঠা করা একান্ত প্রয়োজন। জনগণের যন্ত্রণার সময় কংগ্রেস তাদের পাশে রয়েছে।
এই হিংসায় বহিরাগতরা যে জড়িত এমন দাবি করেছে সেখানকার স্থানীয়রা বলে জানিয়েছেন কুমারী শৈলজা। তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ পৌঁছিয়ে দেওয়া একান্ত জরুরি। শান্তির বার্তা দিতেই কংগ্রেস প্রতিনিধিরা এখানে এসেছে।
কংগ্রেসের অপর প্রতিনিধি সুস্মিতা দেব জানিয়েছেন, অন্তবর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে এই বিষয়ে রিপোর্ট দেওয়া হবে। উল্লেখ করা যেতে পারে দিল্লির হিংসায় ৪২ জন প্রাণ হারিয়েছে। জখম হয়েছে ২০০ বেশি মানুষ।