BRAKING NEWS

বিমানে সাধারণ যাত্রীদের পাশে বসে ভ্রমণ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর, নেট দুনিয়ায় আলোড়ণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারি৷৷ সস্ত্রীক ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিমানে সাধারণ যাত্রীদের পাশে বসে ভ্রমণ করায় চমকে উঠেছেন সহযাত্রী৷ এতে তিনি ভীষণ বিস্মিত হয়ে টুইট করে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর প্রশংসা করেন৷ একজন মুখ্যমন্ত্রীকে বিমানের ১৮ নম্বর সারিতে বসতে দেখে তিনি বিশ্বাস করতে পারছিলেন না৷ ইন্ডিগো বিমানযাত্রী জনৈক রঞ্জিত নিজের টুইটার হ্যান্ডলে লিখেছেন, ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সাদামাটা জীবনশৈলী আমাকে অনুপ্রাণিত করেছে৷ প্রত্যেককে তাঁকে অনুসরণ করা উচিত৷ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর ওই ছবি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়লে ভীষণ আলোড়নের সৃষ্টি করেছে৷


ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সস্ত্রীক মধ্যপ্রদেশের সাংসদ গণেশ সিঙের ছেলে সংকল্পের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন৷ সেখান থেকে তিনি ইন্ডোর-দিল্লি ইন্ডিগো বিমানে ফিরছিলেন৷ তখন তাঁকে বিমানে দেখে-সহ যাত্রী রঞ্জিত মুখ্যমন্ত্রীর ছবি তুলে টুইট করেন৷ ওই টুইটকে ঘিরে নেটিজেনদের মধ্যে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে৷ একদিকে যখন বিমানের ইকোনমি ক্লাস-কে ভিভিআইপিরা গবাদি পশুর ক্লাস বলে বিদ্রুপ করেন, সেই জায়গায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে ইকোনমি ক্লাসে সাধারণ যাত্রীদের সাথে যাতায়াত করতে দেখে স্বাভাবিকভাবেই সহযাত্রীরা আবেগপ্রবণ হবেন, তা স্বাভাবিক বলে মনে হচ্ছে৷


জনৈক নেটিজেনের কথায়, ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সাদামাটা জীবনযাপনের হাজারো উদাহরণ রয়েছে৷ তেমনি এক উদাহরণ তুলে ধরে তিনি বলেন, আগরতলায় একটি মেলায় ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে সাধারণ মানুষের মতো ঘোরাফেরা করতে দেখেছি৷ কোনও আভিজাত্য ছাড়া, নিজেকে নিরাপত্তা বলয়ের বাইরে রেখে আপন মনে মেলা উপভোগ করতে দেখেছি৷ তিনি বলেন, প্রথমে বিশ্বাস হয়নি, আদৌ তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী কি না৷ পরে কাছে গিয়ে বুঝতে পারি তিনি সত্যিই মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *