নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সংঘর্ষে আপ-এর কোনও নেতা জড়িত থাকলে তাঁর দ্বিগুণ শাস্তি পাওয়া উচিত বলেও এদিন মন্তব্য করেন কেজরি । সেই সঙ্গে এবিষয় নিয়ে রাজনীতি না করার আবেদন জানান তিনি |
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল | দিল্লিতে কেন্দ্রীয় ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) কর্মী অঙ্কিত শর্মার মৃত্যুর ঘটনায় তাহির হুসেন নামে এক আপ নেতা জড়িত রয়েছেন বলে অভিযোগ উঠেছে | যা নিয়ে তিলি বলেন, দিল্লির সংঘর্ষের ঘটনায় যারাই জড়িত থাকুক, তাদের শাস্তি পাওয়া উচিত। যদি দিল্লির আম আদমি পার্টি কোনও নেতা-মন্ত্রী জড়িত থাকেন, তা হলে তাঁর শাস্তি পাওয়া উচিত দ্বিগুণ।
তাঁর কথায়, ‘‘এই হিংসার ঘটনায় যিনিই জড়িত থাকুন, তিনি যে দলেরই হোন, তাঁকে রেহাই দেওয়া চলবে না। তিনি যদি আমার মন্ত্রিসভারও সদস্য হন, তাঁকেও শাস্তি পেতে হবে। আপ-এর কেউ যদি জড়িত থাকেন এই ঘটনায়, আমি মনে করি, তাঁর দ্বিগুণ শাস্তি পাওয়া উচিত।’’
এর পরেই দিল্লির মুখ্যমন্ত্রী যোগ করেন, ‘‘যদি কোনও ঘটনা জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট হয়, তা যদি হিংসার ঘটনা হয়, তা হলে তা নিয়ে রাজনীতি করা উচিত নয়। সকাল থেকেই দেখছি, এই বিষয়টি (আপ নেতার বিরুদ্ধে অভিযোগ) নিয়ে শোরগোল হচ্ছে। এই ধরনের রাজনীতি উচিত নয়।’’
উল্লেখ্য, মঙ্গলবার কেন্দ্রীয় ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) কর্মী অঙ্কিত শর্মার দেহ জাফরাবাদে তাঁর বাড়ির কাছে একটি নালায় পাওয়া যায়। পুলিশ জানাচ্ছে, বাড়ি ফেরার পথে তিনি আক্রান্ত হন। তাঁকে বেধরক মারধর করা হয়। বুধবার অঙ্কিতের বাবা রবীন্দর শর্মা অভিযোগ করেন, আপ নেতা, স্থানীয় কাউন্সিলর তাহির হুসেনের সমর্থকরাই তাঁর পুত্রকে খুন করেন। –