কলকাতা,২৬ ফ্রেবুয়ারি (হি.স.): জ্বলছে দিল্লি | আহতের সংখ্যা ক্রমাগতই বেড়ে ২০০-র কাছাকাছি | সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে আন্দোলন শুরু হয়েছে দিল্লির জাফরাবাদে|ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ২৪ জনের | এরইমাঝে বুধবার ‘কবি গুরু তুমি বেঁচে নেই’ লিখে টুইট করলেন তারকা সাংসদ মিমি চক্রবর্তী |
মিমি টুইট করে লিখেছেন , ‘আজ ভালো হয়েছে কবি গুরু তুমি বেঁচে নেই| আজ ভালো হয়েছে কবি নজরুল ইসলাম তুমি বেঁচে নেই। কারণ মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান আর নই, মোরা রাম আর রহিম ভাই ভাই আর নই। যেটা আমরা এখন| সেটা আর যাই হোক মানুষ আর নই|
উল্লেখ্য,সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে আন্দোলন শুরু হয়েছে জাফরাবাদে | অভিযোগ উঠছে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার পন্থা এই সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ | এর আগে শাহিনবাগে এই নিয়ে প্রতিবাদ হয় | এবার তারই প্রতিফলন জাফরাবাদে | একদিকে যেমন সিএএ-র বিরোধিতায় পথে নেমেছে হাজার হাজার মানুষ, অন্যদিকে আইনের সমর্থনেও অনেকে সরব হয়েছে | আন্দোলন প্রতিহত করতে গিয়ে প্রহৃত হয়েছে পুলিশ | বিক্ষোভের আঁচে কার্যত তপ্ত উত্তর পূর্ব দিল্লি | একাধিক জায়গায় আগুন লাগিয়ে দেওয়া হয় |