নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারি৷৷ রাজ্যের বর্তমান সরকার শিল্প সংসৃকতির প্রতি বিশেষভাবে শ্রদ্ধাশীল৷ শিল্প সংসৃকতির পৃষ্ঠপোষকতায় নানা ধরণের পদক্ষেপ নেওয়া হচ্ছে৷
আজ চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে ৪৫তম বার্ষিক চিত্রকলা প্রদর্শনীর উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা একথা বলেন৷ তিনি বলেন, পুরাতন রাজভবনকে মিউজিয়াম করার সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ এই মিউজিয়াম শিল্প সংসৃকতির বিকাশে উল্লেখ্যযোগ্য ভূমিকা নেবে বলে তিনি আশা প্রকাশ করেন৷
বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের রাজ্যের ঐতিহ্যবাহী সংস্ক’তিকে তুলে ধরতে অগ্রনী ভূমিকা নেওয়ার জন্য তিনি আহ্বান জানান৷
তিনি এই চিত্রকলা প্রদর্শনীর আয়োজন করার জন্য আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন৷ অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য, বিশিষ্ট চিত্রশিল্পী বরুন চক্রবর্তী প্রমুখ৷