নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি (হি. স.) : করোনাভাইরাসে আক্রান্ত চিনসহ বেশ কিছু দেশ। যা মহামারির আকার নিয়েছে। এবার নয়া দিল্লিতে বসতে চলেছে শুটিং বিশ্বকাপের আসর কিন্তু সেই বিশ্বকাপে খেলতে আসছে না ছ’টি দেশ। বুধবার এই তথ্য জানিয়েছে ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া । তার মধ্যে প্রথম দেশ চিন। যেখানে সব থেকে প্রকোপ এই ভাইরাসের। দিল্লির কারনি সিং শুটিং রেঞ্জে ১৫-২৬ মার্চ বসতে চলেছে এই বিশ্বকাপের আসর।
শুটিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রনিন্দর সিং বলেন, ‘‘বেশ কিছু দেশ রয়েছে যাদের আসার কথা থাকলেও করোনাভাইরাসের জন্য সেই দেশের নীতি মেনে তারা আসতে পারছে না।” তিনি আরও বলেন, ‘‘চিন তাদের দেশের পরিস্থিতির দিকে নজর রেখে বড় সিদ্ধান্ত নিয়েছে। সেই দেশের বাইরে কাউকে বেরতে দেওয়া হচ্ছে না যাতে এই ভাইরাস ছড়িয়ে না পড়ে। তাইওয়ান, হংকং, ম্যাকাও, উত্তর কোরিয়া ও তুর্কমেনিস্তান এই একই কারণে পিছিয়ে গিয়েছে।”
তিনি এও জানিয়েছেন, পাকিস্তানও এই ইভেন্টে অংশ নিচ্ছে না। কারণ তাদের শুটিং দলের নতুন কোচ আসায় তাঁর সঙ্গে মানিয়ে নেওয়ার কাজ চলছে দেশের শুটারদের। তিনি বলেন, ‘‘এই সময়ের সঙ্গে গতবারের তুলনা করবেন না। পাকিস্তান কখনওই আসেনি। তাদের দু’জন অলিম্পিকের পিস্তল ইভেন্টের যোগ্যতা অর্জন করেছে।” তিনি এও জানান, গতবার পাকিস্তানের প্লেয়ারদের ভিসা বাতিল করা হয়েছিল যার ফলে ভারতকে আন্তর্জাতিক ইভেন্ট করা থেকে নির্বাসিতও করা হয়েছিল ভারতকে।