ইসলামাবাদ, ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : ফের ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার প্রচেষ্টা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের। উত্তর-পূর্ব দিল্লির হিংসা নিয়ে ট্যুইট করে ইমরানের দাবি ভারতে বসবাসকারী মুসলমানেরা বারবার আক্রান্ত হচ্ছে। আন্তর্জাতিক মঞ্চগুলির উচিত এই বিষয়ে হস্তক্ষেপ করা।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নিজের ট্যুইট বার্তায় লিখেছেন, বোতল থেকে জীন বেরিয়ে এলে পরিস্থিতিতে যে ভয়ানক হতে পারে, সেই বিষয়ে রাষ্ট্রসঙ্ঘকে আগেই অবগত করানো হয়েছিল। শুরুটা হয়েছিল কাশ্মীর দিয়ে। এখন ভারতে বসবাসকারী ২০ কোটি মুসলমানদের হামলা চালানোর জন্য লক্ষ্যবস্তু করা হয়েছে। আন্তর্জাতিক মঞ্চগুলির উচিত এই বিষয়ে হস্তক্ষেপ করা। ঘৃণার উপর দাঁড়ানো কোনও বিচারধারা যখন গোটা সমাজকে কব্জা করে নেয়, তখন তার ফল ভয়াবহ হয়ে ওঠে। অন্য ধর্মের মানুষ যদি পাকিস্তানে আক্রান্ত হয়, তবে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ করা যেতে পারে বিগত ৪৮ ঘন্টায় সংঘর্ষে ১৮৯ জন আহত হয়েছে। পরিস্থিতি এখনও থমথমে। প্রাণ হারিয়েছে ২২ জন। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সেনা নামানোর আর্জি তুলেছে আপ এবং অন্যান্য বিরোধী দলগুলি।