নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি (হি.স.) : সোয়াইন ফ্লুতে আক্রান্ত সুপ্রিম কোর্টের ছয়জন বিচারপতি। আদালতে শুনানি চলাকালীন এমনই জানিয়েছেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে সঙ্গে দেখা করে দেশের শীর্ষ আদালতে কর্মরত প্রত্যেকের টিকাকরণের নির্দেশ জারির জন্য অনুরোধ করেছিলেন। সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি দুষ্মন্ত দুবের সঙ্গে বৈঠক করেছে এস এ বোবদে। পরে প্রধান বিচারপতি জানিয়েছেন টিকাকরণের জন্য ডিসপেন্সারি খোলার নির্দেশ দেওয়া হয়েছে। এর জন্য বার অ্যাসোসিয়েশনের তরফে ১০ লক্ষ টাকা দেওয়া হবে।