BRAKING NEWS

রাজ্যসভার ৫৫ আসনের ভোট ২৬ মার্চ, ঘোষণা কমিশনের

নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি (হি.স.) : এবার রাজ্যসভার নির্বাচনের দামামা বাজাল | নির্বাচন কমিশন আগামী এপ্রিল মাসে মেয়াদ ফুরোতে চলা ৫৫টি রাজ্যসভার আসনের ভোটগ্রহণের দিন ঘোষণা করল| মঙ্গলবার জাতীয় জাতীয় নির্বাচন কমিশনের তরফে সাংবাদিক সম্মেলন করে জানান হয় । দেশের ৫৫টি রাজ্যসভার আসনের ভোট হবে আগামী ২৬ মার্চ। ওইদিনই বিকেল পাঁচটার পর হবে ভোটগণনা।  

নির্বাচন কমিশনের মতে, ২৬ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং একই দিন বিকেল ৫ টায় ভোট গণনা হবে। এর জনি আগামী ৬ মার্চ কমিশন একটি বিজ্ঞপ্তি জারি করবে। ১৩ মার্চ মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ হবে। ১৬ মার্চ মনোনয়নপত্র যাচাই করা হবে এবং প্রার্থীরা ১৮ মার্চের মধ্যে তাদের মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। কমিশনকে ৩০ শে মার্চের আগে নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে।

কমিশনের আদেশ অনুযায়ী মহারাষ্ট্রের সাতটি, ওডিশায় চারটি, তামিলনাড়ুতে ছয়টি এবং পশ্চিমবঙ্গে পাঁচটি আসন খালি হবে ২ এপ্রিল। এদিকে ৯ এপ্রিল শূন্য হবে বিহারের পাঁচটি, অন্ধ্রপ্রদেশ ও গুজরাটে চারটি করে, অসম, মধ্যপ্রদেশ ও রাজস্থানে তিনটি করে, তেলেঙ্গানা, ছত্তিশগড়, হরিয়ানা ও ঝাড়খন্ডে দুটি করে, হিমাচল প্রদেশ এবং মণিপুরের একটি করে আসন । হবে। এ ছাড়া, মেঘালয়ের একটি আসনের মেয়াদ শেষ হবে ১২ এপ্রিল।

দেশজুড়ে খালি হওয়া ৫৫টি রাজ্যসভার আসনের মধ্যে বেশ কিছু হেভিওয়েট সাংসদ রয়েছেন | যাদের মধ্যে আছে প্রবীণ ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা রবীন্দ্র কিশোর সিনহা (বিহার), কংগ্রেস দিগ্বিজয় সিং (মধ্য প্রদেশ), মতিলাল ভোড়া (ছত্তিসগড়), কুমারী সাইলাজা (হরিয়ানা), বিপ্লব ঠাকুর (হিমাচল প্রদেশ), মধুসূদন মিস্ত্রি (গুজরাট) এবং কেন্দ্রীয় মন্ত্রীরা রামদাস আটওয়ালে (মহারাষ্ট্র), শিল্পপতি পরিমল নাথওয়ানি, বিজেপির প্রেম চাঁদ গুপ্ত (ঝাড়খণ্ড), বিজেপির বিজয় গোয়েল (রাজস্থান) এবং ডিএমকের তিরুচি শিব নেতারা রয়েছেন। এদের মধ্যে আছেন পশ্চিমবঙ্গের পাঁচজন রাজ্যসভার সাংসদ | তাঁরা হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যোগেন চৌধুরী, কেডি সিং, মণীশ গুপ্ত এবং আহমেদ হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *