BRAKING NEWS

নির্ভয়া মামলা : দণ্ডিতদের ফাঁসি নিয়ে সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি ৫ মার্চ

নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লি গণধর্ষণ মামলায় দণ্ডিতদের আলাদা-আলাদা ফাঁসি হবে কি না, তা নিয়ে শুনানি হবে আগামী ৫ মার্চ| মঙ্গলবার শীর্ষ আদালতে নির্ভয়ার অপরাধীদের আলাদা-আলাদা ফাঁসি দেওয়া নিয়ে শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু সর্বোচ্চ আদালত আগামী ৫ মার্চ পর্যন্ত শুনানি পিছিয়ে দিয়েছে| ফাঁসি রুখতে বহু কৌশল করেছে নির্ভয়ার অপরাধীরা| দণ্ডিতদের আলাদা-আলাদা ফাঁসি দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় সরকার (স্বরাষ্ট্রমন্ত্রক)| সেই আবেদনই আগামী ৫ মার্চ পর্যন্ত পিছিয়ে দিয়েছে শীর্ষ আদালত|

এদিকে, নির্ভয়া মামলায় ইতিমধ্যেই নয়া মৃত্যু পরোয়ানা জারি করেছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট| নতুন পরোয়ানা অনুযায়ী, আগামী ৩ মার্চ সকাল ছ’টায় তিহাড় জেলে চারজনের ফাঁসি কার্যকর হবে| ওই দিন যদি দণ্ডিতদের ফাঁসি হয়ে যায়, তাহলে ৬ মার্চ শুনানির কোনও প্রয়োজন থাকবে না|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *