BRAKING NEWS

ভারত-আমেরিকার মধ্যে স্বাক্ষরিত হল ৩ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি

নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): কথা রাখলেন ট্রাম্প | পূর্ব ঘোষণা মত মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরে স্বাক্ষরিত হল ভারত-আমেরিকা বহু প্রতীক্ষিত প্রতিরক্ষা চুক্তি । মঙ্গলবার, দিল্লির হায়দরাবাদ হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে ভারত-আমেরিকার মধ্যে ৩ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি | এদিন বৈঠকের পর যৌথ বিবৃতিতে এমনটাই জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।

ভারত সফরের দ্বিতীয় দিনে দিল্লির হায়দরাবাদ হাউসে যৌথ বিবৃতি দিয়ে ট্রাম্প বলেন, “প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে, আজ ভারতের সঙ্গে এমএইচ-৬০ রোমিও সি-হক হেলিকপ্টার ও এএইচ-৬৪ই অ্যাপাচে হেলিকপ্টার-সহ ৩ বিলিয়ন ডলারের অত্যাধুনিক মার্কিন সামরিক সরঞ্জামের চুক্তি হয়েছে। এই যুদ্ধাস্ত্র বিশ্বে সেরা। এর ফলে দুই দেশই প্রতিরক্ষা ক্ষেত্রে যৌথভাবে আরও মজবুত জায়গায় পৌঁছাবে।”

রুশ অস্ত্রে অভ্যস্ত হলেও, চিন ও পাকিস্তানের সঙ্গে ‘টু ফ্রন্ট’ লড়াইয়ে প্রস্তুত থাকতে মার্কিন অস্ত্র চাইছে ভারত। কারণ প্রযুক্তি ও মারণ ক্ষমতার হিসেবে মার্কিন হাতিয়ারের জুড়ি মেলা ভার। তাই এদিন আমেরিকার সঙ্গে ২.৬ বিলিয়ন ডলার দিয়ে ২৪টি এমএইচ-৬০ রোমিও সি-হক হেলিকপ্টার ও প্রায় ৮০ কোটি ডলার মূল্যের ছ’টি এএইচ-৬৪ই অ্যাপাচে হেলিকপ্টার কিনতে আমেরিকার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ভারত।  সুরক্ষা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিএস) ১৯ ফেব্রুয়ারি এই চুক্তিগুলি অনুমোদন করেছে। এই চুক্তি সম্পর্কে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেন, দু’দেশের মধ্যে প্রতিরক্ষা-পরিচালন ক্ষেত্র দৃঢ়তার সঙ্গে এগিয়ে নিতে মঙ্গলবার এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে |

উল্লেখ্য,  সোমবার মোতেরায় ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করে ট্রাম্প  জানিয়েছিলেন, নয়াদিল্লি চাইলে ‘এয়ার ডিফেন্স সিস্টেম-সহ ‘বন্ধু’ ভারতকে নানান অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করবে আমেরিকা। তাঁর ঘোষণা মত কথা রাখলেন ট্রাম্প |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *