নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি (হি.স.) : ভারত এবং আমেরিকা নিজেদের সম্পর্ককে একটি বিস্তৃত, বৈশ্বিক, কৌশলগত অংশীদারিতে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে, দুইদেশ সন্ত্রাসবাদ মোকাবেলায় এবং অভ্যন্তরীণ সুরক্ষা জোরদার করতে নিজেদের মধ্যে সহযোগিতা করবে। মঙ্গলবার দিল্লির হায়দরাবাদ হাউসে বৈঠকের পর যৌথ প্রেস বিবৃতিতে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী |
যৌথ সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্প ও তাঁর প্রতিনিধিদের ভারতে স্বাগত জানিয়ে ভারত-মার্কিন সমঝোতাকে ২১ শতকে খুবই তাৎপর্যপূর্ণ উল্লেখ করেন প্রধানমন্ত্রী | মোদী বলেন, ভারত ও আমেরিকা যৌথভাবে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে লড়াই চালাবে । প্রতিরক্ষা, বাণিজ্য-সহ একাধিক ক্ষেত্রে দু’দেশ এক সঙ্গে কাজ করবে।
নরেন্দ্র মোদী বলেন, রাষ্ট্রপতি ট্রাম্পের সঙ্গে ভারত আমেরিকার ঐক্যের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ সব বিষয় প্রতিরক্ষা ও নিরাপত্তা, শক্তিক্ষেত্রে কৌশলগত অংশিদারিত্ব, তথ্যপ্রযুক্তি দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের মতো সব বিষয়েই আলোচনা হয়েছে। প্রতিরক্ষা খাতে সহযোগিতা দ্বিপাক্ষিক অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ।