BRAKING NEWS

গায়ক মিকা সিংয়ের ম্যানেজারের রহস্য-মৃত্যু, মামলা রুজু পুলিশের

মুম্বই, ২২ ফেব্রুয়ারি (হি.স.): মিকা সিং মানেই বিতর্ক| চুমু খাওয়া থেকে শুরু করে চিকিত্সককে চড় মারা অথবা বেপরোয়া গাড়ি চালিয়ে দুর্ঘটনা| বারবার নানা বিতর্কে জড়িয়েছেন গায়ক মিকা সিং| এবার তিনি বিতর্ক না জ়ডালেও, সংবাদের শিরোনামে উঠে এসেছেন আরও একটি কারণে| রহস্যজনক-মৃত্যু হল মিকা সিংয়ের মহিলা ম্যানেজার বছর ৩০-এর সৌম্যা জোহেব খানের| গত ৩ ফেব্রুয়ারি পশ্চিম মুম্বইয়ের আন্ধেরিতে মিকা সিংয়ের স্টুডিও থেকে মহিলা ম্যানেজারের দেহ উদ্ধার করেছে পুলিশ| মামলা রুজু করে রহস্যজনক এই মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ| প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ঘুমের ওষুধ খেয়ে তিনি সম্ভবত আত্মঘাতী হয়েছেন|

ভেরসোভা থানার পুলিশ ইন্সপেক্টর পি ভোসলে জানিয়েছেন, গত ৩ ফেব্রুয়ারি আন্ধেরির এসভিপি নগর এলাকার এমএইচএডিএ কলোনির ১৯ নম্বর বাংলোয়, মিকা সিংয়ের স্টুডিওর এক-তলার লিভিং রুম থেকে মহিলা ম্যানেজারের দেহ উদ্ধার করা হয়েছে| সূত্রের খবর, মানসিক অবসাদে ভুগছিলেন মিকা সিংয়ের মহিলা ম্যানেজার সৌম্যা জোহেব খান| সম্ভবত ঘুমের ওষুধ খেয়ে আত্মঘাতী হয়েছেন তিনি| শনিবার মামলা রুজু করে মৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *