বেজিং, ২২ ফেব্রুয়ারি (হি.স.): নতুন করে সংক্রমিতের সংখ্যা খানিকটা কমলেও মৃত্যু-মিছিল থামছেই না। চিনে মারণ করোনাভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা পৌঁছল ২,৩৪৫-এ। আক্রান্তের সংখ্যা ৭৬,২৮৮ জন। শুক্রবার রাত পর্যন্ত চিনে করোনা-হানায় প্রাণ হারালেন আরও ১০৯ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯৭ জন। আরও ১০৯ জনের মৃত্যুর পর চিনে করোনা-হানায় মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ২,৩৪৫ -এ।
শনিবার সকালে চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, করোনাভাইরাসের হানায় শুক্রবার রাত পর্যন্ত মৃত্যু হয়েছে আরও ১০৯ জনের। ১০৯ জনেরই মৃত্যু হয়েছে হুবেই প্রদেশে। সবমিলিয়ে এখনও পর্যন্ত চিনে মৃতের সংখ্যা ২,৩৪৫। সমগ্র চিনে এখনও পর্যন্ত সংক্রমিত ৭৬,২৮৮ জন।
মূল চিন ভূখণ্ডের বাইরেও একাধিক দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই। দক্ষিণ কোরিয়ায় মৃত্যু হয়েছে ২ জনের, সেই দেশে আক্রান্তের সংখ্যা ৩৪৬। ইতালিতেও করোনা-সংক্রমণে মৃত্যু হয়েছে একজনের। ইজরায়েলে একজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে।