মুম্বই, ২১ ফেব্রুয়ারি (হি. স.) : সারোগেসির মাধ্যমে মা হলেন শিল্পা। সোশ্যাল মিডিয়ায় নিজেই এই সুসংবাদ শুনিয়েছেন নায়িকা। মেয়ের এক ঝলক ছবিও পোষ্ট করে তিনি লিখেছেন ঘরে লক্ষ্মী এসেছেন, ঈশ্বরকে ধন্যবাদ।
শিল্পা মেয়ের নাম রেখেছেন সামিশা। কেন এই নাম, তাঁর ব্যাখ্যাও পোষ্টে উল্লেখ করেছেন শিল্পা। তিনি লিখেছেন, সংস্কৃতে ‘সা’ কথার অর্থ কিছু পাওয়া। আর অন্যদিকে ‘মিশা’ একটি রুশ শব্দ যার অর্থ হল ঈশ্বরের মত কেউ। এই দুইয়ের মিশেলেই নায়িকা নিজের মেয়ের নাম রাখেন সামিশা। যার বাংলা মানে দাঁড়ায় ঈশ্বরের মতো কাউকে পাওয়া। চলতি মাসের ১৫ তারিখ মা হয়েছেন শিল্পা। কুন্দ্রা পরিবারের কনিষ্ঠতোম সদস্যেকে সোশ্যাল মিডিয়ায় আশীর্বাদ জানিয়েছেন অনেক প্রবীণেরা। পাশাপাশি সামিশাকে স্বাগতম জানিয়ে নতুন বাবা-মা’কে অভিনন্দন জানিয়েছেন বলিউডের তারকারাও।