BRAKING NEWS

সকলের জন্যে খোলা হল শাহিনবাগে বিক্ষোভের জন্য দীর্ঘদিন বন্ধ থাকা রাস্তা

নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি (হি. স.) :  সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দিল্লির শাহিনবাগে অবস্থান বিক্ষোভের জেরে গত ৬৯ দিন ধরে বন্ধ ছিল নয়ডা যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তাটি। এতদিন পর শুক্রবার সকলের জন্যে খুলে দেওয়া হল ওই পথ ।

এর আগে নয়ডা-ফরিদাবাদ রোডের সংযোগস্থল আটকে অবস্থান বিক্ষোভ করা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। শাহিনবাগের  আন্দোলনকারীরা ওই ব্যস্ততম অঞ্চল ছেড়ে অন্য কোথাও গিয়ে অবস্থান বিক্ষোভ করুন, এমন পরামর্শও দেয় আদালত। এমনকী এ বিষয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার জন্যে দু’জন মধ্যস্থতাকারীও নিয়োগ করে শীর্ষ আদালত। প্রায় মাস দুয়েক ধরে শাহিনবাগে জমায়েত করে টানা বিক্ষোভ দেখানো আন্দোলনকারীদের সঙ্গে কথাও বলেন ওই মধ্যস্থতাকারীরা ।এরপরেই এদিন এই রাস্তাটি খুলে দেওয়া হল।

বৃহস্পতিবার শাহিনবাগে অবস্থানরত বিক্ষোভকারীদের সঙ্গে বৈঠকের পর মধ্যস্থতাকারীদের অন্যতম প্রবীণ আইনজীবী সঞ্জয় হেগড়ে বলেন, “আমরা প্রতিবাদকারীদের সঙ্গে গিয়ে এই অবস্থানের ফলে গাড়ি চলাচলের সমস্যা সম্বন্ধে ফলপ্রসূ সমাধানের লক্ষ্যে আলোচনা করেছি পাশাপাশি একই সঙ্গে যাতে তাঁদের প্রতিবাদের অধিকার যাতে ক্ষুণ্ণ না হয় সে বিষয়েও তাঁদের সঙ্গে কথা বলি”।“একসঙ্গে সমস্যার সমাধান করতে হবে”, শাহিনবাগের বিক্ষোভকারীদের বললেন মধ্যস্থতাকারীরা

প্রসঙ্গত শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী প্রবীণ আইনজীবী সঞ্জয় হেগড়ে এবং সাধনা রামাচন্দ্রন বৃহস্পতিবার শাহিনবাগের  বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করেন এবং তাঁদের সঙ্গে কথা বলে তাঁদের অন্য কোনও স্থানে আন্দোলন সরিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে বোঝান। সাধারণ মানুষের চলাচলের রাস্তা আটকে বিক্ষোভ দেখানোয় দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকেই, আন্দোলনকারীদের এই কথাও বোঝান ওই ২ মধ্যস্থতাকারী।  উল্লেখ ১৫ ডিসেম্বর থেকে রাস্তা আটকে শাহিনবাগে সিএএ, এনআরসি বিরোধী আন্দোলন চালাচ্ছে বিক্ষোভকারীরা। তার জেরে উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরে সঙ্গে দিল্লির সড়ক পথে যোগাযোগ ব্যাহত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *