BRAKING NEWS

বিরাট নিঃসন্দেহে সব ফর্ম্যাটেই সেরা ব্যাটসম্যান : কেন

ওয়েলিংটন, ২০ ফেব্রুয়ারি (হি.স.): বিরাট নিঃসন্দেহে সব ফর্ম্যাটেই সেরা ব্যাটসম্যান।এভাবেই ভারতের অধিনায়ক বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ হলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন | তাঁর মতে বর্তমানে ক্রিকেটের সব ফর্ম্যাট মিলিয়ে সেরা ব্যাটসম্যান ভারতের অধিনায়ক বিরাট কোহলি।

শুক্রবার থেকে শুরু হচ্ছে প্রথম টেস্ট ম্যাচ। তার আগে বৃহস্পতিবার নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, ‘বিরাট নিঃসন্দেহে সব ফর্ম্যাটেই সেরা ব্যাটসম্যান। তবে ভারতীয় দলও ভাল। ওরা টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে আছে। ওদের দলে যেমন কয়েকজন ভাল ব্যাটসম্যান আছে, তেমনই ভাল বোলারও আছে। ফলে কোনও একজন ক্রিকেটারের দিকে আলাদা করে নজর দেওয়া যাবে না। গোটা দলের খেলার দিকেই নজর দিতে হবে।’

বিরাট সম্পর্কে উইলিয়ামসন আরও বলেন, ‘আমি সবসময়ই বিরাটের প্রশংসা করি। আমরা দীর্ঘদিন ধরে একে অপরের বিরুদ্ধে খেলছি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে আমাদের পরিচয়। আন্তর্জাতিক ক্রিকেট, আইপিএল থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতায় আমরা খেলেছি। আমি বিরাটের পারফরম্যান্স দেখে মুগ্ধ। ওর সঙ্গে মাঠের বাইরে বসে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। নানা বিষয়ে আমাদের মতের আদান-প্রদান হয়েছে।’

উল্লেখ্য, এর আগে ভারত-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে কোহালি-উইলিয়ামসনের কেউই খেলেননি। আর তাই ম্যাচ চলাকালীন দু’জনে মেতে উঠেছিলেন গল্পে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *