বেজিং, ২১ ফেব্রুয়ারি (হি.স.): করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিনের হুবেই প্রদেশে নতুন করে আরও ১১৫ জনের প্রাণহানি হয়েছে। এই নিয়ে এ রোগে আক্রান্ত চিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২,২২৩ জনে।
চিন বলছে, করোনাভাইরাসে সংক্রমণ কমছে। কিন্তু, আদৌ কী তাই? সত্যিই যদি সংক্রমণ কমে তাহলে প্রতিদিনই কেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত মানুষের সংখ্যা। একইসঙ্গে হু হু করে বাড়ছে মৃতের সংখ্যাও। বৃহস্পতিবার রাত পর্যন্ত চিনে করোনা-হানায় প্রাণ হারালেন আরও ১১৫ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১১ জন । আরও ১১৫ জনের মৃত্যুর পর চিনে করোনা-হানায় মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ২,২২৩-এ।
শুক্রবার সকালে চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত হুবেই প্রদেশে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গেছে ২ হাজার ২২৩ জনের। এছাড়া এতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৪১১ জন। বর্তমানে সারা চিনে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ৯৮৭ জন। এদিকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় এদিন দেশটি দেগু শহরকে বিশেষ ব্যবস্থাপনা জোন হিসেবে ঘোষণা করেছে।