BRAKING NEWS

কর্মসংস্থানের জন্য ভারতীয় ভাষার জ্ঞানকে অনিবার্য করতে হবে : উপ-রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি (হি.স.): রাজ্যগুলিতে কর্মসংস্থানের জন্য ভারতীয় ভাষার জ্ঞানকে বাধ্যতামূলক করতে হবে| ২১ ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাক্কালে বৃহস্পতিবার এমনই মন্তব্য করেছেন উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু| উপ-রাষ্ট্রপতি বলেছেন, বিশ্বে ৪০ শতাংশ জনগোষ্ঠী এমন রয়েছে, যাঁদের নিজেদের ভাষায় কথা বলা অথবা বুঝতে পারা ভাষায় শিক্ষা উপলব্ধ নেই|

উপ-রাষ্ট্রপতি বলেছেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তাব করেছিল আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, ইউনেস্কো ১৯৯৯ সালের সাধারণ সম্মেলনে তা স্বীকৃতি দিয়েছিল| সেই সময় থেকে ২১ ফেব্রুয়ারি দিনটি গোটা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়| মাতৃভাষাকে প্রশাসনের ভাষায় উন্নীত করার উপর জোর দিয়ে উপ-রাষ্ট্রপতি বলেছেন, জনগণের ভাষাই প্রশাসনের ভাষা হওয়া উচিত| কাকা সাহেব কাকেলকর বলেছেন, ‘ভারতে যদি জনগণের শাসন চালাতে হয়, তাহলে জনগণের ভাষায় চালাতে হবে|’ ভারতীয় ভাষা প্রশাসনকে মানুষের আরও কাছে আনতে পারে| ভাষাই প্রশাসনকে আরও জনকেন্দ্রিক করে তুলতে পারে বলে মন্তব্য করেছেন উপ-রাষ্ট্রপতি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *