নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : এয়ারসেল-ম্যাক্সিস মামলায় স্টেটাস রিপোর্ট মুখবন্ধ খামে বৃহস্পতিবার আদালতে পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি। তদন্ত প্রক্রিয়া শেষ করার জন্য আদালত এই দুই তদন্তকারি সংস্থাকে ৪ মে পর্যন্ত সময় দিয়েছে।
এর আগে, গত ৩১ জানুয়ারি দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের তরফ থেকে সিবিআই এবং ইডিকে ১৪ দিনের মধ্যে মামলার স্ট্যাটাস রিপোর্ট পেশ করতে বলেছিল। কিন্তু নির্ধারিত সময় তা করতে ব্যর্থ হয় এই দুই সংস্থা। ফলে তা বাড়িয়ে করা হয় ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। সেই অনুযায়ী এদিন স্ট্যাটাস রিপোর্ট পেশ করা হয়।
উল্লেখ করা যেতে পারে, গত বছর ৫ সেপ্টেম্বর এয়ারসেল-ম্যাক্সিস মামলায় দুই অভিযুক্ত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম এবং কার্তি চিদম্বরমের জামিন মঞ্জুর করে আদালত। ৬ সেপ্টেম্বর এই মামলার শুনানি অনির্দিষ্ট কালের পিছিয়ে দেন বিচারপতি ও পি সেনি।