BRAKING NEWS

চায়ের জন্য দৌড় আগরতলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ফেব্রুয়ারী৷৷ চায়ের জন্য দৌড়৷ রান ফর ইন্ডিয়া টি৷ ভারতের চায়ের জন্য দৌড় – সেই সঙ্গে ত্রিপুরার চায়ের স্বাদ পরখ করা৷ এই ভাবনা নিয়ে বুধবার সকালে আগরতলায় এক অভিনব দৌড় অনুষ্ঠিত হয়েছে৷ আগরতলার বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরি সংলগ্ণ ত্রিপুরা চা উন্নয়ন নিগম লিমিটেডের টি কর্নারের সামনে থেকে এই দৌড় শুরু হয়৷ এখান থেকে আইজিএম চৌমুহনি হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই দৌড় বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরি সংলগ্ণ ত্রিপুরা চা উন্নয়ন নিগমের টি কর্নারে এসে সমাপ্ত হয়েছে৷


শিক্ষামন্ত্রী রতনলাল নাথ আজ সকালে টি কর্নারের সম্মুখে এক অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে এই দৌড়ের উদ্বোধন করেন৷ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতীয় চা পর্ষদের ডেপুটি চেয়ারম্যান অরুণ কুমার রায়, ত্রিপুরা সড়ক উন্নয়ন নিগমের চেয়ারম্যান দীপক মজুমদার, শিল্প ও বাণিজ্য দফতরের অধিকর্তা পি কে গোয়েল, প্রখ্যাত জিমন্যাস্ট কোচ দ্রোণাচার্য বিশ্বেশ্বর নন্দী, অলিম্পিয়ান জিমন্যাস্ট পদ্মশ্রী দীপা কর্মকার প্রমুখ৷ ত্রিপুরা চা উন্নয়ন নিগম লিমিটেডের উদ্যোগে এবং ভারতীয় চা পর্ষদের সহযোগিতায় এই দৌড় অনুষ্ঠিত হয়েছে৷


রান ফর ইন্ডিয়া টি-র উদ্বোধন করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, ত্রিপুরার চায়ের সর্বভারতীয় পরিচিতির জন্য এই দৌড় অনুষ্ঠিত হচ্ছে৷ আমাদের রাজ্যে চায়ের প্রচার ও প্রসারের জন্য এটা এক অভিনব উদ্যোগ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের স্বপ্ণ এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা৷ এই স্বপ্ণকে বাস্তবায়িত করতে ত্রিপুরার চা দেশ বিদেশের বাজারে ছড়িয়ে দিতে এই দৌড় এক সদর্থক পদক্ষেপ৷ তিনি আশা করেন, ত্রিপুরার চা একদিন সারা দেশেই মানুষের কাছে জনপ্রিয় হবে৷ এমন-কি বিদেশের বাজারেও তার চাহিদা তৈরি হবে৷ তিনি বলেন, রাজ্যে বর্তমান সরকার আসার পর চায়ের উৎপাদন অনেকটাই বৃদ্ধি পেয়েছে৷


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য পেশ করেছেন ত্রিপুরা চা উন্নয়ন নিগম লিমিটেডের চেয়ারম্যান সন্তোষ সাহা, ত্রিপুরা সড়ক উন্নয়ন নিগমের চেয়ারম্যান দীপক মজুমদার এবং ভারতীয় চা পর্ষদের ডেপুটি চেয়ারম্যান অরুণ কুমার রায়৷ এই দৌড়ে আগরতলার বিভিন্ন প্লে সেন্টারের ক্রীড়াবিদ ও চা বাগানের শ্রমিক-সহ সমাজের বিভিন্ন অংশের মানুষ অংশ নেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *