BRAKING NEWS

দু’টি পিস্তল ও ৫২৮ রাউন্ড গুলিসহ এনএলএফটির তিন জঙ্গীর আত্মসমর্পণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারী৷৷ নিষিদ্ধ ঘোষিত এন এল এফ টি জঙ্গি সংগঠনের তিন কট্টর সদস্যের আত্মসমর্পণ৷ মঙ্গলবার সকালে বি এস এফ- ত্রিপুরা ফ্রন্টিয়ারের গকুলনগর স্থিত ক্যাম্পে আত্মসমর্পণ করে এই তিন কট্টর সদস্য৷ আত্মসমর্পণ কালে তারা দুটি পিস্তল, দুটি ম্যাগজিন এবং ৫২৮ রাউন্ড গুলি জমা দেয়৷


এন এল এফ টি-র আত্মসমর্পণকারীরা হল জঙ্গীদলের স্বঘোষিত সেকেন্ড ইন কামান্ড স্বর্ণ কুমার ত্রিপুরা (২৯), জর্মরাম ত্রিপুরা (২২)৷ তাদের দুজনের বাড়ি দক্ষিন জেলার মনু বাজার থানার অন্তর্গত ছোট শাঁখবাড়ি এলাকায়৷ আত্মসমর্পণকারী তৃতীয় সদস্যর নাম সুদর্ম রিয়াং (৩৮), বাড়ি উত্তর ত্রিপুরা জেলার আনন্দবাজার থানার অন্তর্গত আশাপাড়া৷ এরা প্রত্যেকেই এন এল এফ টি-র সুরেন দেববর্মা গোষ্ঠীর সক্রিয় সদস্য ছিল৷ এদিন বি এস এফ- ত্রিপুরা ফ্রন্টিয়ারের গকুলনগরের ডেপুটি ইনসপেক্টর জেনারেল রাকেশ রঞ্জণ লালের হাতে অস্ত্র সহ আত্মসমর্পণ করে তারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *