BRAKING NEWS

রাজ্যে আর্মি সুকল ও সেনা নিয়োগ প্রক্রিয়ায় প্রতিরক্ষামন্ত্রীর সায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারী৷৷ আর্মি সুকল স্থাপনের পাশাপাশি ত্রিপুরাতেই সেনা নিয়োগ প্রক্রিয়া শুরু করার প্রস্তাবে সায় দিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং৷ মঙ্গলবার নয়াদিল্লিতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রতিরক্ষা মন্ত্রীর সাথে দেখা করে ওই দুই দাবি আদায় করেছেন৷


এক টুইট বার্তায় রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিঙের সাথে সাক্ষাৎ করেছি৷ তিনি আনন্দের সাথে জানান, মোহনপুরে একটি আর্মি সুকল স্থাপনে ত্রিপুরার দাবি প্রতিরক্ষামন্ত্রী গ্রহণ করেছেন৷ তিনি যোগ করেন, ত্রিপুরাতেই সেনা নিয়োগ প্রক্রিয়া শুরু করার দাবি জানিয়েছিলাম৷ প্রতিরক্ষামন্ত্রী সেই দাবিও গ্রহণ করেছেন৷


টুইটে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার জনগণের পক্ষ থেকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে ধন্যবাদ জানাচ্ছি৷ ওই দাবিগুলি পূরণের ফলে ত্রিপুরার জনগণের অনেক সহায়ক হবে৷ এদিকে, প্রতিরক্ষামন্ত্রীর কার্যালয় রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সঙ্গে প্রতিরক্ষামন্ত্রীর সাক্ষাতের এক ছবি টুইট করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *