নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : দিল্লির ইন্ডিয়া গেটের সামনে অনুষ্ঠিত হুনার হাট মেলা বুধবার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে নিজের ট্যুইটবার্তায় তিনি লেখেন, ভারতের বৈচিত্রের রঙ সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে এই মেলার মাধ্যমে। হস্তশিল্প, বস্রশিল্প, এবং রন্ধন শিল্পের অসাধারণ সমাহার তুলে ধরা হয়েছে এই উদ্যোগের মাধ্যমে। হুনার হাটে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীদের জন্য কল্লোলিনী হয়ে উঠেছে।
এদিন দুপুরে হুনার হাটে এসে হস্তশিল্প, রন্ধন শিল্পীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি চেখে দেখেন লিট্টি চোখা। এক কাপ গরম চাও পান করেন তিনি। প্রতিভান হস্তশিল্পীদের সুযোগ করে দিতে এই মেলার আয়োজন করা হয়।
এর আগে মঙ্গলবার সস্ত্রীক হুনার হাট মেলায় আসেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। সেখানে তাকে অভ্যর্থনা জানান কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভি । বিড়লা বিভিন্ন স্টলে গিয়ে হস্তশিল্পগুলি দেখেন ।