BRAKING NEWS

এডিসি ভোট : ২৮টি আসনে ১৬জন রিটার্নিং অফিসার নিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারী৷৷ ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জিলা পরিষদের (টিটিএএডিসি) নির্বাচনের লক্ষ্যে রিটার্নিং অফিসারদের নিযুক্তি দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন৷ এডিসির ২৮টি আসনে ১৬জন রিটার্নিং অফিসারকে নিযুক্ত করা হয়েছে৷ জেলা পরিষদের নির্বাচন কমিশনার এম এল দে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছেন৷


এডিসি নির্বাচনের খুব সামান্য দিন বাকি রয়েছে৷ ফলে, নির্বাচনে যাবতিয় প্রস্তুতি শুরু করেছে রাজ্য নির্বাচন কমিশন৷ দামছড়া-জম্পুই, দশদা কাঞ্চনপুর, মাছমাড়া, করমছড়া, ছাওমনু, মনু-ছৈলেংটা, দামছড়া-কচুছড়া, গঙ্গানগর-গন্ডাছড়া, রাইমাভ্যালী, কুলাই-চাম্পাহাওয়র, হালহালি-আশারামবাড়ি, রামচন্দ্রঘাট, মহারানীপুর-তেলিয়ামুড়া, সিমনা-তামাকারি, বোধজংনগর-ওয়াকিনগর, জিরানীয়া, মন্দাইনগর-পুলিনপুর, পেকুয়ারজলা-জন্মেজয়নগর, টাকারজলা-জম্পুইজলা, আমতলি-গোলাঘাটি, কিল্লা-বাগমা, কাঠালিয়া মির্জা-রাজাপুর, মহারানী-চেলাগাং, অম্পিনগর, নতুনবাজার-মালবাসা, বীরচন্দ্রনগর-কলসি, পূর্ব মুহুরিপুর-বুড়াতলি এবং শিলাছড়ি-মনুবনকুল আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে৷ ওই নির্বাচনের দায়িত্বে কাঞ্চনপুর, কুমারঘাট, লংতরাইভ্যালি, গন্ডাছড়া, আমবাসা, খোয়াই, তেলিয়ামুড়া, মোহনপুর, জিরানীয়া, জম্পুইজলা, বিশালগড়, উদয়পুর, অমরপুর, করবুক, শান্তিরবাজার এবং সাব্রুমের মহকুমা শাসকদের রিটার্নিং অফিসার পদে নিযুক্তি দেওয়া হয়েছে৷


রাজ্য নির্বাচন কমিশনের এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট এডিসি নির্বাচনের ঢাকে কাঠি পড়া এখন শুধুই সময়ের অপেক্ষা৷ সম্ভবত, নির্দিষ্ট সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে৷ তবে, রাজনৈতিক মহল নির্দিষ্ট সময়ে এডিসি নির্বাচন নিয়ে বিভ্রান্তিতে রয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *