BRAKING NEWS

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন উহানের হাসপাতালের পরিচালক

উহান, ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : এবার মারন করোনাভাইরাসের বলি হলেন চিনের উহানের শীর্ষ হাসপাতালের পরিচালক। লিউ ঝিমিং নামের ওই চিকিৎসক এতদিন রোগীদের মধ্যে প্রাণসঞ্চার করলেও শেষ পর্যন্ত লড়াইয়ে নিজেই হেরে গেলেন। মঙ্গলবার স্থানীয় সময় সকালে উহান উচাং হাসপাতালের ওই পরিচালক করোনা আক্রান্ত হয়ে মারা যান বলে খবর প্রকাশিত হয়েছে ।

চিনের চিকিৎসা সেবা দিতে গিয়ে কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৯ জন স্বাস্থ্যকর্মী। তাদের মধ্যে মৃত্যু হয়েছে পাঁচজনের। চিনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিসিডিসি) তথ্য অনুযায়ী, কোভিড-১৯ এ সবচেয়ে ঝুঁকিতে রয়েছেন অসুস্থ ও বয়স্ক ব্যক্তিরা। এছাড়া, ভাইরাস আক্রান্তদের ৮০ শতাংশ কেইসই গুরুতর ছিল না।

শেষ খবর পর্যন্ত চিনের মূল ভূখণ্ডে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৭২ হাজার ৪৩৬ জন এবং মৃত্যু হয়েছে ১৮৬৮ জনের। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮৮৬ জন, যাদের মধ্যে ১৮০৭ জনই হুবেই প্রদেশের। নতুন করে মৃত্যু হয়েছে ৯৮ জনের। চীনা কর্তৃপক্ষের মতে, ১২ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *