নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি (হি.স.) : সোমবার এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান এবং চিফ ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন রাজীব বনসল। এদিন অশ্বিনী লোহানির কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার বুঝে নেন তিনি।
১৯৮৮ ব্যাচের এই আইএএস আধিকারিক এতদিন কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের অতিরিক্ত সচিব পদে কর্মরত ছিলেন। গত বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটির তরফে এয়ার ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর এবং চেয়ারম্যান হিসেবে তাঁর নাম চূড়ান্ত করা হয়। বর্তমানে অশ্বিনী লোহানির স্থলাভিষিক্ত হলেন তিনি।
উল্লেখ করা যেতে পারে হরিয়ানার বাসিন্দা রাজীব বনসলকে এর আগে ২০১৭ সালের আগস্টে তিন মাসের জন্য এয়ার ইন্ডিয়ার অন্তবর্তী চিফ ম্যানেজিং ডিরেক্টর করা হয়েছিল। মূলত তাঁর আমলে কোপেনহেগেন পর্যন্ত পরিষেবা চালু করা হয়েছিল। তিনি খরচ বাঁচিয়ে এয়ার ইন্ডিয়াকে আরও সংঘবদ্ধ করে তুলেছিলেন । পাশাপাশি সময় মত পরিষেবা প্রদানের ক্ষেত্রেও কাজ করেছিলেন তিনি।