BRAKING NEWS

যুব ফেডারেশনের রাজ্য সম্মেলনে আন্দোলন কর্মসূচী গৃহীত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ফেব্রুয়ারি ৷৷ কেন্দ্র ও রাজ্য সরকার দেশের ছাত্র যুব সমাজের স্বার্থ বিরোধী কাজকর্মে লিপ্ত হয়েছে বলে অভিযোগ এনেছেন সারা ভারত যুব ফেডারেশনের সভাপতি৷ রবিবার আগরতলায় সংগঠনের দ্বাদশ ত্রিপুরা রাজ্য সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করে একথা বলেন৷ সারা ভারত যুব ফেডারেশনের দ্বাদশ ত্রিপুরা রাজ্য সম্মেলন রবিবার কৃষ্ণনগরের হরিশঠাকুর রোডে বীরচন্দ্র দেববর্মা স্মৃতি ভবনে অনুষ্ঠিত হয়৷


সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা করেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি৷ রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সহ নানা বিষয় নিয়ে সম্মেলনে বিস্তারিত আলোচনা হয়৷ সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সম্মেলন থেকে আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হয়৷ তিনি বলেন, গোটা দেশেই কেন্দ্রীয় সরকারেরভ্রান্ত নীতির প্রতিবাদে আন্দোলন শুরু হয়েছে৷ সরকার জনকল্যাণে কাজ করছে না৷ পুঁজিপতিদের স্বার্থ সুরক্ষায় কাজ করছে বলে যুব ফেডারেশনের সর্বভারতীয় সভাপতি অভিযোগ এনেছেন৷


যুব সমাজকে কেন্দ্রীয় সরকারের বেসরকারি করণের বিরুদ্ধে ও কর্মসংকোচন নীতির প্রতিবাদে আন্দোলনে শামিল হতে তিনি আহ্বান জানিয়েছেন৷ ছাত্র যুব সমাজের ভবিষ্যৎ বর্তমান সরকারের আমলে অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে বলেও সংগঠনের সভাপতি অভিমত ব্যক্ত করেছেন৷ সরকারকে সঠিক পথে পরিচালিত করতে আন্দোলন ছাড়া সামনে কোন পথ খোলা নেই বলেও তিনি মন্তব্য করেন৷ সরকার অবিলম্বে বেকারদের উপযুক্ত কর্মসংস্তানের ব্যবস্থা গ্রহণ না করলে সারা ভারত যুব ফেডারেশন দেশব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *