ছাত্রছাত্রীদের নীতিবোধের শিক্ষায়ও শিক্ষিত করে তুলতে হবে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারী৷৷ ছাত্রছাত্রীদের নীতিবোধের শিক্ষায়ও শিক্ষিত করে তুলতে হবে৷ শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে এই বার্তা দিলেন ত্রিপুরার শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ তাঁর কথায়, শিক্ষিত সমাজই পারে উন্নত দেশ গড়তে৷


শনিবার ছাত্রছাত্রীদের উচ্ছ্বাস ও উদ্দীপনার মধ্য দিয়ে অরুন্ধতীনগরে অবস্থিত সেন্ট পলস সুকলের ৭৭-তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদযাপিত হয়৷ অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ তিনি বলেন, আজকের ছাত্রছাত্রীরাই ভবিষ্যতের দেশ পরিচালনার দায়িত্ব নেবে৷ তাই ছাত্রছাত্রীদের প্রকৃত ও গুণগত শিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি তাদের নিয়মানুবর্তিতা, একাগ্রতা, শ্রদ্ধাশীল ও নীতিবোধের শিক্ষায়ও শিক্ষিত করে তুলতে হবে৷ এক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা সর্বাধিক৷


তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রের উন্নয়নে নানাবিধ পদক্ষেপ ও কর্মসূচি গ্রহণ করেছে৷ যা এক ত্রিপুরা-শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে এক বলিষ্ঠ ভূমিকা নেবে৷ এছাড়াও তিনি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে মতবিনিময়ও করেন৷ এর পর তিনি বিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষায় মেধাবী ছাত্রছাত্রীদের ও বিদ্যালয়ে উপস্থিতির হার বেশি এ রকম ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্পাদক রেভারেন্ড ধর্মেন্দ্র দেববর্মা, অধ্যক্ষ মঞ্জরি সাংমা প্রমুখ৷ উল্লেখ্য, এই বিদ্যালয়টি ১৯৪৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *