গুয়াহাটি, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : ৬৫-তম অ্যামাজন ফিল্মফেয়ার অ্যাওয়াৰ্ডস ২০২০-এ শ্রেষ্ঠ ছবির শিরোপা অর্জন করেছে ‘গালি বয়’। কেবল শ্ৰেষ্ঠ ছবিই নয়, বিভিন্ন ক্ষেত্রে মোট ১১টি পুরস্কার ‘গালি বয়’ ছিনিয়ে নিয়েছে।
গুয়াহাটিতে আয়োজিত অনুষ্ঠানের পর অসমের মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল ফিল্মফেয়ারে যোগদানকারী সকল অভিনেতা-অভিনেত্রী, প্রযোজক, পরিচালক-সহ সর্বস্তরের দর্শকদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন। টুইটারের মাধ্যমে ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘চলচ্চিত্ৰ জগতের সঙ্গে জড়িত সকলকে ধন্যবাদ এবং অসমের জনসাধারণকে জানাই অভিনন্দন।’ আরও বলেন, ‘এ ধরনর অনুষ্ঠান সুচারুরূপে অনুষ্ঠিত করতে পেরে আমি গৌরবান্বিত।’
ইতিহাস রচনা করে গত ছয় দশক পর মুম্বাইয়ের বাইরে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের অনুষ্ঠান অসমের রাজধানী গুয়াহাটিতে অনুষ্ঠিত হয়েছে। রাজ্যে এই প্রথম অনুষ্ঠিত ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের অনুষ্ঠান অসম পর্যটন উন্নয়ন নিগম এবং টাইম গ্রুপের যৌথ উদ্যোগ ও ব্যবস্থাপনায় গুয়াহাটির সরুসজাইয়ে ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে গতকাল শনিবার সন্ধ্যারাত থেকে শুরু হয়েছিল, চলেছে মধ্যরাত পর্যন্ত। বলিউডের তারকা-মহাতারকার বিশাল সমাবেশে আয়োজিত অনুষ্ঠান পরিচালনা করেছেন প্ৰযোজক-পরিচালক করণ জোহর, এবং অভিনেতা বিকি কৌশল ও বরুণ ধাওয়ান। অনুষ্ঠানে অক্ষয় কুমার, রণবীর সিং, আয়ুষ্মান খোরানা এবং কাৰ্তিক আরিয়ান তাঁদের প্রদর্শনের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করেছেন।
‘গালি বয়’-এর অভিনেতা রণবীর সিং এবং অভিনেত্রী আলিয়া ভাট ছিনিয়ে নিয়েছেন শ্ৰেষ্ঠত্বের পুরস্কার। এছাড়া ছায়াছবির শ্ৰেষ্ঠ পরিচালকের পুরস্কার লাভ করেছেন জয়া আখতার।
৬৫-তম অ্যামাজন ফিল্মফেয়ার অ্যাওয়াৰ্ডস ২০২০-এর পুরস্কার বিজয়ীরা যথাক্রমে : শ্ৰেষ্ঠ চলচ্চিত্ৰ ‘গালি বয়’, শ্রেষ্ঠ পরিচালক জয়া আখতার। শ্রেষ্ঠ ক্রিটিক অ্যাওয়ার্ড ‘আরটিকল ১৫’ (অনুভব সিনহা), ‘সোনচিড়িয়া’ (অভিষেক চৌবে)। শ্রেষ্ঠ অভিনেতা রণবীর সিং (গালি বয়), শ্রেষ্ঠ ক্রিটিক চলচ্চিত্রাভিনেতা আয়ুষ্মান খুরানা (আরটিকল ১৫)। শ্রেষ্ঠ অভিনেত্রী আলিয়া ভাট (গালি বয়), শ্রেষ্ঠ ক্রিটিক চলচ্চিত্রাভিনেত্রী ভূমি পডনেকার (সাঁধ কি আঁখ), তাপসি (সাঁধ কি আঁখ)। শ্রেষ্ঠ পার্শ্ব-অভিনেত্রী আম্রুতা সুভাষ (গালি বয়)। শ্রেষ্ঠ পার্শ্ব-অভিনেতা সিদ্ধান্ত চতুৰ্বেদি (গালি বয়)।
শ্রেষ্ঠ মিউজিক অ্যালবাম ‘গালি বয়’। জয়া আখতার-অঙ্কুর তিওয়ারি, কবীর সিং, মিঠুন, আমল মাল্লিক, বিশাল মিশ্র, সাকেত-পরম্পরা এবং অখিল সচদেব।
সেরা লিরিক্স দিভাইন ও অঙ্কুর তিওয়ারি….আপনা টাইম আয়েগি… (গালি বয়)। সেরা পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পী অরিজিৎ সিং… কলংক নাহি (কলংক)।
শ্ৰেষ্ঠ মহিলা কণ্ঠশিল্পী শিল্পা রাও …ঘুংগ্রু… (ওয়ার)।
সেরা ডেবাট ডিরেক্টর আদিত্য ধর (উরি : দ্য সাৰ্জিক্যাল স্ট্রাইক)।
সেরা ডেবাট অ্যাক্টর অভিমন্য দাসানি (মৰ্দ কো দরদ নাহি হোতা)। সেরা ডেবাট অ্যক্টরেস অনন্যা পাণ্ডে (স্টুডেন্ট অব দ্যা ইয়ার ২), (পতি পত্নী আউর ওয়হ্)।
শ্রেষ্ঠ মূল কাহিনি ‘আরটিকল ১৫’ – অনুভব সিনহা এবং গৌরব সোলাঙ্কি। সেরা স্ক্রিনপ্ল্যা ‘গালি বয়’ – রিমা কাগতি এবং জয়া আখতার। সেরা ডায়ালগ ‘গালি বয়’- বিজয় মৌরয়া।
লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড রমেশ সিপ্পি। এক্সেলেন্স ইন সিনেমা গোবিন্দা। আসন্ন মিউজিক টেলেন্ট-এ আরডি বর্মন অ্যাওয়ার্ড শাশ্বত সচদেব (উরি)।
এছাড়া বেস্ট অ্যাকশনের জন্য ‘ওয়ার’, বেস্ট ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য ‘গালি বয়’, বেস্ট করিওগ্রাফির জন্য রেমো ডি’সুজাকে ‘কলংক ট্র্যাক ঘর মোর পরদেশিয়া’, বেস্ট সিনেমাগ্রাফির জন্য ‘গালি বয়’, বেস্ট কস্টিউম ‘সোনচিড়িয়া’, বেস্ট এডিটিং ‘উরি : দ্য সাৰ্জিক্যাল স্ট্রাইক’, বেস্ট প্রডাকশন ডিজাইন ‘গালি বয়’, বেস্ট সাউন্ড ডিজাইন ‘উরি : দ্য সাৰ্জিক্যাল স্ট্রাইক’, বেস্ট ভিএফএক্স ‘ওয়ার’, পিপলস চয়েস অ্যাওয়ার্ড ফর বেস্ট শর্ট ফিল্ম ‘দেশি’, বেস্ট শর্ট ফিল্ম ইন ফকশন ‘বেবাক’, বেস্ট শর্ট ফিল্ম ইন নন-ফিকশন ‘ভিলেজ অব অ্যা লেজার গড’।
এভাবে শর্ট ফিল্মে সেরা অভিনেতা ও অভিনেত্রী যথাক্রমে রাজেশ শর্মা (টিনডে) এবং সারা হাসমি (বেবাক)।