নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : দিল্লির বুকে চলা শাহিনবাগ আন্দোলনকে অগণতান্ত্রিক আখ্যা দিলেন বর্ষীয়ান বিজেপি সাংসদ জিভিএল নরসিমহা রাও।
শনিবার নরসিমহা রাও জানিয়েছেন, গণতন্ত্রে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখানোর অধিকার রয়েছে প্রতিটি নাগরিকের। কিন্তু অনির্দিষ্ট কাল ধরে কোনও আন্দোলন চলতে পারে না বলে জানিয়েছে আদালত। অনুমতি নিয়ে নির্দিষ্ট জায়গায় আন্দোলন করা উচিত। কিন্তু শাহিনবাগ আন্দোলনের ফলে রাস্তা অবৈধভাবে আটকানো হচ্ছে। শাহিনবাগ অবৈধ এবং অগণতান্ত্রিক।
উল্লেখ করা যেতে পারে ১০ ফেব্রুয়ারি শাহিনবাগে চলা আন্দোলন নিয়ে বলতে গিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, রাস্তা আটকে আন্দোলন চালিয়ে যাওয়া সমীচীন নয়। এমন ধরণের অঞ্চলে অনির্দিষ্ট কালের জন্য আন্দোলন করা যাবে না।
উল্লেখ করা যেতে পারে, সংসদের উভয় কক্ষে পাশ হওয়া নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে শাহিনবাগে অবস্থান বিক্ষোভ চালাচ্ছে বিভিন্ন গণসংগঠন। যার জেরে ব্যাহত হচ্ছে জনজীবন।