BRAKING NEWS

টেলিকম সংস্থাগুলির প্রতি কেন্দ্রের নরম মনোভাবের নিন্দায় সরব কংগ্রেস

নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি (হি.স.) :  টেলিকম সংস্থাগুলির ১.০২ লক্ষ কোটি টাকার বকেয়া পাওনা সরকার জনতা থেকে তুলছে। শনিবার সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে এমনই অভিযোগ তুলল কংগ্রেস। সরকার একদিকে টেলিকম কোম্পানি বকেয়া পাওনা মকুব করে দিচ্ছে। আর অন্যদিনে ‘সেলফোন শুল্ক’ আর ‘ডেটা ব্যবহাড় শুল্ক’-তে ৪০ থেকে ৫০ শতংশ বাড়িয়ে দিয়ে জনতার পকেট কাটছে।


জাতীয় কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা জানিয়েছেন, টেলিকম কোম্পানিগুলির তরফ থেকে শুল্ক বৃদ্ধি করে আগামী সাড়ে চার বছরে গ্রাহকরদের কোম্পানিগুলিকে ১.৬০ লক্ষ কোটি টাকা দিতে হবে। সরকার একদিকে টেলিকম কোম্পানিগুলিকে বকেয়া মেটানো থেকে ছাড় দিচ্ছে আর অন্যদিকে গ্রাহকদের ঘাড়ে অতিরিক্ত শুল্ক বোঝা চাপানো হচ্ছে। টেলিকম কোম্পানিগুলির প্রতি এত সহানুভূতি কেন দেখাচ্ছে কেন্দ্রীয় সরকার বলে প্রশ্ন তুলেছেন তিনি।


উল্লেখ্য, টেলিকম কোম্পানিগুলিকে ১.০২ লক্ষ কোটি টাকা বকেয়া জমা দেওয়ার আদেশ সুপ্রিম কোর্ট দিয়েছিল। সেই নির্দেশ কার্যকর করতে বিলম্ব হওয়ায় শুক্রবার শীর্ষ আদালত কোম্পানি এবং কেন্দ্র সরকারকে তীব্র ভর্ৎসনা করে। আদালতের ভর্ৎসনার পর কেন্দ্র টেলিকম কোম্পানিগুলিকে বকেয়া জমা দিতে বলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *