BRAKING NEWS

পুলওয়ামা হামলাকারীদের হিসেব চুকিয়ে দেওয়া হয়েছে : জুলফিকর হাসান

শ্রীনগর, ১৪ ফেব্রুয়ারি (হি.স.): পুলওয়ামা হামলাকারীদের হিসেব চুকিয়ে দেওয়া হয়েছে| হামলার কয়েক মাসের মধ্যেই পুলওয়ামা হামলার ষড়যন্ত্রকারীদের নিরস্ত্র করা হয়েছে| হামলায় মদতদাতাদের গ্রেফতার করা হয়েছে| পুলওয়ামা হামলার প্রথম বর্ষপূর্তিতে শুক্রবার এমনটাই জানালেন জম্মু ও কাশ্মীর জোন, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ডিজি জুলফিকর হাসান| ১৪ ফেব্রুয়ারি ‘বর্বরোচিত’ পুলওয়ামা হামলার বর্ষপূর্তি| ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপরোয় সিআরপিএফ কনভয়ে হামলা চালিয়েছিল জইশ-ই-মহম্মদ জঙ্গিরা| ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছিলেন কমপক্ষে ৪০ জন সিআরপিএফ জওয়ান|

শুক্রবার পুলওয়ামা হামলার প্রথম বর্ষপূর্তি| এদিন শ্রীনগরে, সিআরপিএফ-এর লেথপোরা শিবিরে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানানো হয়| জম্মু ও কাশ্মীর জোন, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ডিজি জুলফিকর হাসান এদিন জানিয়েছেন, ‘পুলওয়ামা হামলাকারীদের হিসেব চুকিয়ে দেওয়া হয়েছে| হামলার কয়েক মাসের মধ্যেই পুলওয়ামা হামলার ষড়যন্ত্রকারীদের নিরস্ত্র করা হয়েছে| হামলায় মদতদাতাদের গ্রেফতার করা হয়েছে|’ সিআরপিএফ ডিজি আরও জানিয়েছেন, ‘জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) হামলার তদন্ত করেছে| তদন্ত সঠিক দিয়েই এগিয়ে চলছে| এখনও পর্যন্ত তদন্তে প্রচুর অগ্রগতি হয়েছে| শহিদদের পরিবারকেও যথাসাধ্য যত্ন নেওয়া হয়েছে|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *