নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারী৷৷ ইন্টিগ্রেটেড চেকপোস্টে যাত্রী-স্বাচ্ছন্দ্যে বেটারি চালিত গাড়ি পরিষেবায় নতুন সংযোজন হয়েছে৷ ত্রিপুরা পর্যটন দফতর ল্যান্ডপোর্ট অথরিটিকে একটি বেটারি চালিত গাড়ি প্রদান করেছে৷ ইতিপূর্বে ল্যান্ডপোর্ট অথরিটির এমন দুটি গাড়ি ছিল৷ ফলে, ইন্টিগ্রেটেড চেকপোস্টে এখন তিনটি ব্যাটারি চালিত গাড়ি পরিষেবা দিচ্ছে৷ মঙ্গলবার আগরতলা ল্যান্ডপোর্টের ম্যানেজার দেবাশিস নন্দি এই খবর দিয়েছেন৷ মূলত, জিরো পয়েন্ট পর্যন্ত যাত্রীদের যাতায়াতের জন্য এই পরিষেবা চালু রয়েছে৷
দেবাশিস নন্দি বলেন, আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে বহু বয়স্ক যাত্রী যাতায়াত করেন৷ এমনও যাত্রী রয়েছেন যাঁদের সাথে প্রচুর জিনিসপত্র থাকে এবং তাঁদের পক্ষে একা সমস্ত জিনিসপত্র নিয়ে যায়ায়াত করা সম্ভব হয় না৷ তাঁদের জন্য ওই সব বেটারি চালিত গাড়ি ভীষণ উপকারী৷ তাছাড়া, চেকপোস্ট দিয়ে রোগীরাও যাতায়াত করেন৷ তাঁর দাবি, ল্যান্ডপোর্ট অথিরিটি প্রায় তিন বছর ধরে ব্যাটারি চালিত গাড়ি পরিষেবা দিচ্ছে৷ সম্পূর্ণ বিনামূল্যে ওই পরিষেবায় দুই পাড়ের যাত্রীরা ভীষণ উপকৃত হচ্ছেন৷
দেবাশিসবাবু জানিয়েছেন, সম্প্রতি ত্রিপুরা পর্যটন দফতর ল্যান্ডপোর্ট অথরিটিকে একটি ব্যাটারি চালিত গাড়ি প্রদান করেছে৷ ত্রিপুরা পর্যটন দফতর খুব শীঘ্রই আরও একটি গাড়ি প্রদান করবে বলে তিনি জানিয়েছেন৷
প্রসঙ্গত, এখন প্রতিদিন প্রায় দুই সহস্রাধিক যাত্রী আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে যাতায়াত করেন৷ সম্প্রতি ল্যান্ডপোর্ট অথরিটির চেয়ারম্যান এই চেকপোস্ট পরিদর্শন করে গেছেন৷ যাত্রী-স্বাচ্ছন্দ্যে আরও গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি৷