কেন্দ্রীয় সংশোধনাগারের হাল ফেরাতে মুখ্যসচিবকে চিঠি দিলেন বাদল চৌধুরী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারী৷৷ রাজ্যের কেন্দ্রীয় সংশোধনাগারের হাল ফেরাতে মুখ্যসচিব মনোজ কুমারকে চিঠি দিলেন বিরোধী উপনেতা বাদল চৌধুরী৷ পূর্ত ঘোটালায় যুক্ত থাকার অভিযোগে বাদলবাবু বেশ কয়েকদিন জেল হেফাজতে কাটিয়েছেন৷ সেই সুবাদে কেন্দ্রীয় সংশোধনাগারের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বিভিন্ন সমস্যা সমাধানে মুখ্যসচিবের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি৷ প্রধানত, জেলে মহিলা ব্লকে পৃথক মহিলা জেলার নিযুক্তির পরামর্শ দিয়েছেন তিনি৷ তাছাড়া জেলে বিভিন্ন সংস্কার কাজ, প্যারোল পুনরায় চালু করা সহ কয়েদিদের দৈনিক মজুরি থেকে ২০ শতাংশ অর্থ কেন কেটে রাখা হচ্ছে, তার কারণ খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তিনি৷


বাদল চৌধুরী বলেছেন, কেন্দ্রীয় সংশোধনাগারে মহিলা কয়েদিদের জন্য পৃথক ব্লক রয়েছে৷ কিন্তু সেখানে পৃথক কোনও জেলার নিযুক্ত করা হয়নি৷ মহিলা কয়েদিদের জন্য মহিলা জেলার থাকা অত্যন্ত জরুরি বলে তিনি মনে করেন৷ তাই, অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি৷ শুধু তা-ই নয়, জেলে পাহারায় চারটি শিফটে কাজ করার জন্য কর্মী স্বল্পতা দূর করতে তিনি মুখ্য সচিবের দৃষ্টি আকর্ষণ করেছেন৷


বাদল বাবু চিঠিতে আরও বলেন, কেন্দ্রীয় সংশোধনাগারে কয়েদিদের শ্রমের বিনিময়ে দৈনিক ৩৩ টাকা মজুরি প্রদান করার নিয়ম রয়েছে৷ কিন্তু, প্রত্যেক কয়েদির দৈনিক মজুরি থেকে ২০ শতাংশ কেটে রাখা হচ্ছে৷ বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন৷ সাথে অন্যান্য রাজ্যের মতো ত্রিপুরায়ও কেন্দ্রীয় সংশোধনাগারে কয়েদিদের মজুরি বৃদ্ধির দাবি জানিয়েছেন তিনি৷


তিনি বলেন, দীর্ঘ সময়ের জন্য সাজাপ্রাপ্ত কয়েদিদের বেঙ্গল জেল কোড অনুযায়ী সমস্ত নিয়ম মেনে প্যারোল-এ যাওয়ার বিধান রয়েছে৷ কিন্তু, বর্তমানে ওই পদ্ধতি বন্ধ রয়েছে৷ প্যারোল পুনরায় চালু করার বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্য সচিবকে অনুরোধ জানিয়েছেন বাদল চৌধুরী৷ তাতে, সাজাপ্রাপ্ত কয়েদিরা ওই সুযোগ নিয়ে উপকৃত হবেন বলে তিনি মনে করেন৷


এছাড়াও, কেন্দ্রীয় সংশোধনাগারে বিভিন্ন সংস্কার কাজ, কয়েদিদের জন্য পূর্বের ন্যায় ৭০০ গ্রাম চাল বরাদ্দ, অসুস্থ কয়েদিদের জেল হাসপাতালে সমস্ত প্যাথলজি টেস্টের সুবিধা প্রদানের দাবি মুখ্য সচিবের কাছে পেশ করেছেন বাদল চৌধুরী৷ চিঠিতে উল্লিখিত সমস্ত বিষয় গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন৷