নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লি বিধানসভা নির্বাচনে দলের বিপর্যয়ের দায় স্বীকার করে নিলেন দিল্লি কংগ্রেস সভাপতি সুভাষ চোপড়া। মঙ্গলবার ভোটের ফল স্পষ্ট হতেই চোপড়া বলেন, আমি দলের এই খারাপ ফলে দায় স্বীকার করছি। এই ফলের কারণগুলি আমরা বিশ্লেষণ করে দেখব।
দিল্লির বিধানসভা নির্বাচনে ভোট গণনার প্রবণতা অনুযায়ী সকলেই স্পষ্ট হয়ে যায় ফের ক্ষমতায় ফিরতে চলেছে আম আদমি পার্টি (আপ)। প্রত্যাশিত ফল না করতে পারলেও আসন বাড়ছে বিজেপির | এই অবস্থায় দিল্লি বিধানসভা নির্বাচনে দলের বিপর্যয়ের দায় স্বীকার করে নিয়ে দিল্লি কংগ্রেস সভাপতি সুভাষ চোপড়া বিজেপি ও আম আদমি পার্টিকে মেরুকরণের রাজনীতির জন্য দায়ী করেছেন। এদিন তিনি বলেন, আমি দলের এই খারাপ ফলে দায় স্বীকার করছি। এই ফলের কারণগুলি আমরা বিশ্লেষণ করে দেখব। বিজেপি ও আপ-উভয় দলের মেরুকরণের রাজনীতির কারণেই আমাদের দলের প্রাপ্ত ভোটের হার কমেছে।
চোপড়া আরও বলেন, তিনমাস হল দলের দায়িত্ব নিয়েছি। সর্বতোভাবে চেষ্টা করেছি। যদি কাউকে দায়ী করতে হয়, তাহলে সেই ব্যক্তি আমিই। দিল্লি কংগ্রেস সভাপতি আরও বলেছেন, তাঁদের দল সর্বদাই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছে। কংগ্রেসের শেষপর্যন্ত বিজেপির বিরুদ্ধে লড়াই চলবে ।
এদিকে, শোনা যায় দলের বিপর্যয়ের দায় নিয়ে দিল্লি কংগ্রেস সভাপতির পদ থেকে পদত্যাগ করতে চেয়েছেন সুভাষ চোপড়া। তিনি দলের শীর্ষ নেতৃত্বকে তাঁর পদত্যাগপত্রও পাঠিয়ে দিয়েছেন বলে খবর |