BRAKING NEWS

রাস্তা সংস্কার কাজে অসন্তুষ্ট এলাকাবাসী করলেন অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারী৷৷ সরকার চাইছে সুস্থ সমাজ ব্যবস্থা৷ কিন্তু সরকার যাদের কাজ দিয়েছে তারা কাজ করছে ধীর গতিতে৷ যার ফলে বিপাকে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে৷ এই অবস্থায় রবিবার বাধ্য হয়ে পথে নামল বাসিন্দারা৷


এদিন মেড্ডা চৌমুহনীতে সড়ক অবরোধ করে বাসিন্দারা৷ তাদের আরো দাবি এই রাস্তা সংস্কারের কাজ দ্রুত শেষ করতে হবে৷ একই সঙ্গে এই রাস্তা সংস্কার করতে গিয়ে জে ভাবে মাটি ফেলা হয়েছে তাতে করে রাস্তার পাশের বাসিন্দারা অসুবিধার সম্মুখীন৷ ধূলায় তাদের জীবন ওষ্ঠাগত৷ এই রাস্তায় নিয়মিত জল না দেওয়ার সমস্যা বারে৷ এই অবস্থায় এদিন মহারাজগঞ্জ বাজার থেকে মহেশখলা যাওয়ার রাস্তা অবরোধ করে বাসিন্দারা৷ এই ধূলায় মানুষ অসুস্থ হয়ে পড়ছে৷ যান চালকদের কাছে আহ্বান জানানো হয়েছিল ধীরে ধীরে গাড়ি চালিয়ে যাওয়ার জন্য৷ কিন্তু কোন হেরফের ঘটেনি৷ দীর্ঘ দুই মাস যাবৎ রাস্তা সংস্কার কাজ চললেও নির্মাণ কারী সংস্থার কোন হেলদোল নেই৷ তাদের সময় মত পাওয়া যায়না৷ এই সমস্ত সমস্যা তুলে এই পথ অবরোধ বলে জানান স্থানীয় বাসিন্দারা৷


তাদের দাবি রাস্তা সংস্কার হোক৷ কিন্তু রাস্তা পুরোপুরি নির্মাণ হয়ে যাওয়া পর্যন্ত পালা করে দিনে তিন বার জল দিতে হবে নির্মাণকারীদের৷ এই দাবিতে অনড় থাকে তারা৷ সড়ক অবরোধের জেরে রাস্তার দুধারে আটকে পড়ে যান বাহন৷ ঘটনার খবর পেয়ে ছুটে যায় জেলা পরিষদের সদস্য সঞ্জীবন দাস৷ তিনি গিয়ে অবরোধ কারীদের সঙ্গে কথা বলেন৷ দ্রুত কাজ শেষ করার আশ্বাস দেন৷ একই সঙ্গে জল প্রদান করা হবে বলে জানান৷ এরপর পথ অবরোধ প্রত্যাহার করে স্থানীয় বাসিন্দারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *