BRAKING NEWS

অস্ত্র সংবরণের পর রাজনৈতিক দল গড়ার কুকচাওয়াজ এনডিএফবি-র সব গোষ্ঠীর, স্বাগত হাগ্রামা-প্রমীলার

কোকরাঝাড় (অসম), ১০ ফেব্রুয়ারি (হি.স.) : ঐতিহাসিক বড়ো চুক্তি সম্পাদিত হয়েছে। সশস্ত্র সংগ্রামের রাস্তা থেকে সরে আত্মসমর্পণের মধ্য দিয়ে সমাজের মূলস্রোতে ফিরে এসেছে ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্ট অব বডোল্যান্ড (এনডিএফবি)-র চার গোষ্ঠী। এবার এক নতুন রাজনৈতিক দল গড়ার কুচকাওয়াজ শুরু করেছেন এনডিএফবি (আর), এনডিএফবি (প্রগ্রেসিভ), এনডিএফবি (ধীরেন), এনডিএফবি (সং)-এর সচিব বি সাওরাইগৌরা, ইউনাইটেড বড়ো পিপলস অৰ্গানাইজেশন, নিখিল বড়ো ছাত্ৰ ইউনিয়ন (এবসু) নেতৃত্ব।

এদিকে বোড়োল্যান্ড টেরিটরিয়াল এরিয়া ডিস্ট্রিক্ট (বিটিএডি) তথা নবনামাঙ্কিত বড়োল্যান্ড টেরিটরিয়াল রিজিওন (বিটিআর)-এ নতুন রাজনৈতিক দল গঠনের তোড়জোড়কে সর্বান্তকরণে স্বাগত জানিয়েছেন রাজ্য সরকারের শরিক বডোল্যান্ড পিপলস ফ্রন্ট (বিপিএফ)-এর বরিষ্ঠ নেত্রী প্রমীলারানি ব্রহ্ম এবং বিপিএফ-প্ৰধান হাগ্ৰামা মহিলারি। মহিলারির বক্তব্য, নতুন দল গঠন হলেও বিটিসি (বড়োল্যাল্ড টেরিটরিয়াল কাউন্সিল)-র আসন্ন নিৰ্বাচনে কোনও প্ৰভাব ফেলবে না। এবারও বিটিসি নিৰ্বাচনে বিপিএফই জয়ী হবে, জোরের সঙ্গে দাবি করেছেন বিটিসি-প্ৰধান হাগ্রামা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী নির্বাচনে বিজেপি, অগপ এবং তাঁর দল বিপিএফ জোটবদ্ধ হয়েও প্ৰতিদ্বন্দ্বিতা করে সরকার গঠন করবে।

বিটিআর-এ নতুন রাজনৈতিক দলের জন্ম হচ্ছে, এ সম্পর্কে সমাজকল্যাণ মন্ত্ৰী প্ৰমীলারানি ব্ৰহ্মের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন ‘আন্ডারগ্রাউন্ড থেকে অভারগ্ৰাউন্ডে এসেছেন। এবার একত্ৰিত হোক এনডিএফবি, তা আমি এবং সকলে সর্বান্তকরণে কামনা করছে৷ রাজনৈতিক দল গঠন করুন তাঁরা। এতে আমরা বাধা দেব না৷ এখন তাঁরা বিটিসি-র সর্বস্তরের জাতি-জনগোষ্ঠীর চিন্তা করুন এটাই কাম্য৷ তবে অভারগ্রাউন্ডে তাদের আনতে হাগ্ৰামা মহিলারি অপর্যাপ্ত সহায়তা করেছেন৷ তাই তাঁর কথাও ভাবা উচিত৷ এছাড়া এবসু হল ছাত্ৰ সংগঠন৷ ছাত্ৰকল্যাণে কাজ করা উচিত এবসু-র৷ এবসু সভাপতি প্রমোদ বড়ো রাজনীতিতে আসলেও আমি তাঁকে স্বাগতম জানাব৷ তবে ছাত্ৰ সংগঠনের নামে রাজনীতি কাম্য নয়।’

এখানে উল্লেখ করা যেতে পারে, বড়ো শান্তি চুক্তি সম্পাদিত হওয়ার পর এনডিএফবি-র চারটি গোষ্ঠী সম্মিলিতভাবে রাজনৈতিক দল গঠনের কথা ভাবছে বলে এক খবর চাউর হয়েছে। বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য চার গোষ্ঠীর নেতা-ক্যাডাররা আগামী ১২ বা ১৩ ফেব্ৰুয়ারি তামুলপুরে এক সভারও ডাক দিয়েছেন বলে শোনা যাচ্ছে। তবে এ সম্পৰ্কে সঠিক তথ্য জানতে এনডিএফবি (এস)-এর সাধারণ সম্পাদক বি ফেরেঙ্গার সঙ্গে কথা বলা হয়েছিল।

হিন্দুস্থান সমাচার-কে ফেরেঙ্গা বলেন, নতুন রাজনৈতিক দল গঠনের খবর সম্পর্কে তিনি অজ্ঞাত। তাছাড়া ১২ বা ১৩ তারিখ সভা অনুষ্ঠিত হবে, এ রকম কোনও দিন তারিখও তাঁর জানা নেই। রাজনৈতিক দল গঠন নিয়ে অন্য সংগঠনের মধ্যে আলোচনা হলেও তাঁর সংগঠনের সঙ্গে এখনও কোনও কথাবার্তা হয়নি, দাবি বি ফেরেঙ্গার। তবে নতুন রাজনৈতিক দল সময় এবং জনসাধারণের ইচ্ছার ওপর নিৰ্ভর করবে বলে এক তাৎপৰ্যপূৰ্ণ মন্তব্য করেছেন এনডিএফবি নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *