BRAKING NEWS

গার্গী কাণ্ডে সরব অরবিন্দ, মণীষের

নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি (হি.স.) : গার্গী কলেজে ছাত্রীদের উপর শ্লীলতাহানির ঘটনায় নিন্দায় সরব হলেন দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী তথা আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল। বিষয়টিকে হতাশাজনক আখ্যা দিয়ে দুষ্কৃতিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন তিনি।

সোমবার অরবিন্দ কেজরিওয়াল বলেন, গার্গী কলেজে ছাত্রীদের প্রতি অশালীন ব্যবহার হতাশাজনক। যা ঘটেছে, তা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। কলেজ পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করাটা একান্ত প্রয়োজন।

গার্গী কাণ্ডে সরব হয়েছে আপ নেতা মণীষ শিশোদিয়া। গার্গী কলেজে ছাত্রী নিগ্রহের ঘটনাকে ন্যক্কারজনক আখ্যা দিয়ে তিনি বলেন, কলেজ ফেস্টে দিল্লির বৈচিত্র এবং প্রতিভা দেখানোর মঞ্চ। কিন্তু এই ফেস্টেই সমাজবিরোধীরা ছাত্রীদের উপর নির্যাতন চালিয়েছে।

উল্লেখ করা যেতে পারে ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় গার্গী কলেজে ফেস্ট চলাকালীন প্রায় ১০০ জন মধ্যবয়স্ক বহিরাগত কলেজ চত্বরের ভেতরে প্রবেশ করে ছাত্রীদের সঙ্গে অভব্য আচরণ করে। এমনকি শ্লীলতাহানি করারও চেষ্টা হয় বলে অভিযোগ। সেই সময় কলেজের নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীরা নির্বিকার ছিল বলে পড়ুয়াদের অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *