বনধের জেরে বিপর্যস্ত উপত্যকার জনজীবন

নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি (হি.স.) : দিল্লির সংসদ হামলার মূলচক্রী আফজাল গুরুর মৃত্যুবার্ষিকীতে রবিবার জম্মু ও কাশ্মীরজুড়ে বনধের ডাক দেয় বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলি। তার জেরে জনজীবন ব্যাহত হয় উপত্যকাজুড়ে। সকালের দিকে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হলেও বিকেলের দিকে পুনরায় চালু করা হয় ইন্টারনেট পরিষেবা।

এদিন বনধের জেরে দোকানপাট শ্রীনগরের হরিসিং হাই ষ্ট্রীট মার্কেটে বন্ধ ছিল। যদিও শ্রীনগরের রিগ্যাল চক, মৌলানা আজাদ রোড, মহারাজ বাজারে কয়েকটি গাড়ি ও গুটিকতক পর্যটককে দেখা গিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য বিশাল নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। উত্তর কাশ্মীরের সোপোরোতে আফজলের বাসভবনে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়।

উল্লেখ করা যেতে পারে ২০১৩ সালে তিহার জেলে ফাঁসি হয় সংসদ হামলার মুলচক্রী আফজাল গুরুরের। তারপর থেকে তার মৃত্যুবার্ষিকীতে বনধের ডাক দেয় বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *