কলকাতা, ৯ ফেব্রুয়ারি (হি.স.) : পেট্রোপণ্যকে জিএসটির অধীনে আনতে গেলে রাজ্যগুলোকে উদ্যোগী হতে হবে বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট-বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারমন। রবিবার কলকাতায় তিনি সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন।
পেট্রোল-ডিজেলকে জিএসটি-র অধীনে আনতে বিভিন্ন স্তরে দাবি উঠেছে। অনেকের ধারণা, এতে ওই জিনিসের দাম কমবে। এ সম্পর্কে প্রশ্ন করলে অর্থমন্ত্রী বলেন, আমার পূর্বসূরী অরুণ জেটলি পেট্রোপণ্যকে ‘জিরো জিএসটি’-তে রাখার সুপারিশ করেছিলেন। রাজ্যগুলোকে এ ব্যাপারে জিএসটি কাউন্সিলের কাছে প্রস্তাব পাঠাতে হবে।
জিএসটি-র সরলিকরণের জন্য পর্যায়ক্রমে নানা ব্যবস্থা নেওয়ার কথা বলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, রাজ্যগুলো জিএসটির খাতে এখন আগের চেয়ে অনেক বেশি আয় করছে। গত তিন মাস ধরে এর পরিমাণ মাসে এক লক্ষ কোটি টাকার ওপর হচ্ছে। প্রতি তিন মাসে জিএসটি-র সিদ্ধান্ত পরিমার্জন এখন যথেষ্ট বিড়ম্বনার কারণ হয়ে উঠছে। তা এবার থেকে বছরে একবার করা হবে।
এ দিন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে মঞ্চে ছিলেন প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)-র পূর্বাঞ্চলীয় অধিকর্তা রবীন্দ্রনাথ মিশ্র, সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (সিবিটিডি)-এর চেয়ারম্যান এম অজিত কুমার, এক্সপেন্ডিচার সেক্রেটারি টিভি সোমানাথন, অর্থসচিব রাজীব কুমার, রাজস্ব সচিব অজয় ভূষণ পান্ডে, অর্থনীতি-বিষয়ক সচিব অতনু চক্রবর্তী, সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমসের চেয়ারম্যান প্রমোদ চন্দ্র মোদী।