BRAKING NEWS

করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮০৩

বেজিং, ৯ ফেব্রুয়ারি (হি.স.) : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮০৩। সরকারি খবর অনুসারে, রবিবার পর্যন্ত এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে চিনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮০৩-এ। আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার। নতুন করে আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। এক মাস আগে এক ডাক্তার এই মারণ ভাইরাসের হুঁশিয়ারি দিয়ে পুলিশকে সতর্ক করলেও শাসক দল কোনও ব্যবস্থা নেয়নি, এই অভিযোগে ক্ষোভ বাড়ছে চিনে। সরকারি তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ৩,৩৯৯ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৪,৫৪৬ জন। রবিবার তা গিয়ে দাঁড়ায় ৮০৩-এ।

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। করোনাভাইরাসের কারণে কিছু দেশ চিনা পর্যটকদের উপর নিষেধাজ্ঞা সৃষ্টিতে বাড়াবাড়ি করছে বলে অভিযোগ করেন তিনি। স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়, বেজিংয়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানেই অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখা হয়েছে। মোবাইল ফোন নির্মাতা সংস্থা অ্যাপল এবং বিশ্বের বৃহত্তম কফি চেন স্টারবাকস, দু’জনেই বেজিংয়-সহ গোটা চিনে তাদের প্রায় সব দোকানই বন্ধ রেখেছে। বেজিংয়ের প্রসিদ্ধ সানলিটুন এলাকার রেস্তরাঁ, পাব ও কফির দোকানে কিছু দুঃসাহসী ক্রেতা ছাড়া আর কারও দেখা পাওয়া ভার। সরকারি বাস এবং মেট্রো চলছে, চিনের উবার ‘দিদি’ও সক্রিয়। তবে শহরে ঢোকা-বেরোনোর উপরে নানা বিধিনিষেধ রয়েছে। চিনা নববর্ষের ছুটি শেষ হয়ে যাওয়ার পরেও অসংখ্য প্রবাসী চিনে ফিরে যেতে পারছেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *